লুনা সামসুদ্দোহার মৃত্যুতে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের শোক

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার মৃত্যুতে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম. মাহফুজুর রহমান বলেন, প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়নে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছালাম আজাদ স্মৃতিচারণায় বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯-এর জুন পর্যন্ত চেয়ারম্যান থাকাবস্থায় তিনি ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

লুনা সামসুদ্দোহা ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পর্ষদ সভায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

লুনা সামসুদ্দোহার মৃত্যুতে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের শোক

image

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার মৃত্যুতে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম. মাহফুজুর রহমান বলেন, প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়নে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছালাম আজাদ স্মৃতিচারণায় বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯-এর জুন পর্যন্ত চেয়ারম্যান থাকাবস্থায় তিনি ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

লুনা সামসুদ্দোহা ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পর্ষদ সভায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।