আপেল গাছে পুরুষ ফুল, আগামী বছর স্ত্রী ফুলের আশা

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া হর্টিকালচার ফার্মের আপেল গাছের কলমে ফুল এসেছে। ধবধবে সাদা দৃষ্টিনন্দন পাঁপড়ি ছড়ানো ফুল। ফুলের মাঝখানে বেশ কিছু হালকা বাদামি বর্ণের কেশর রয়েছে। অবশ্য এগুলি পুরুষ ফুল। যে কারণে এবার আর আপেলের দেখা মিলছে না। তবে আগামী বছর স্ত্রী ফুল ফুটবে। তখন আপেল ফলবে। প্রথমবার পুরুষ ফুল আসলেও দ্বিতীয় দফা থেকে আপেল ফলনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

ফার্মের উদ্যান তত্ত্ববিদ জয়নুল আলম তালুকদার জানিয়েছেন, তিনি প্রায় ৯ মাস আগে ফার্মে ৮টি ‘কাশ্মেরি আপেল’ গাছের জোর কলম লাগিয়েছিলেন। সবগুলো গাছেই ফুল এসেছে। তবে প্রথমবার ফুল এসেছে। ফলে সবগুলোই পুরুষ ফুল। আগামী বছর স্ত্রী ফুলও জন্মাবে বলে তিনি আশা করছেন। তখন পরাগায়নের ফলে আপেল জন্মাবে। তিনি জানান, ফুল আসার ২০ দিনের মধ্যে আপেলের গুটি আসে। আর দু’মাস পর সেগুলি পূর্ণাঙ্গ আপেলে পরিণত হয়। একেকটি আপেল গাছ পেয়ারা গাছের মত ডালপালা বিস্তার করে ৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। জয়নুল আলম তার ফার্মে ‘ব্ল্যাকবেরি’ আঙুরের চারাও লাগিয়েছেন। সেগুলি এখন মাচার ওপর উঠে গেছে। আঙুর গাছগুলো লতানো। কিছুদিনের মধ্যে তাতেও ফুল আসবে বলে আশা করা হচ্ছে।

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

আপেল গাছে পুরুষ ফুল, আগামী বছর স্ত্রী ফুলের আশা

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

image

শোলাকিয়া হর্টিকালচারে প্রথম ফুল আশা আপেল গাছ -সংবাদ

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া হর্টিকালচার ফার্মের আপেল গাছের কলমে ফুল এসেছে। ধবধবে সাদা দৃষ্টিনন্দন পাঁপড়ি ছড়ানো ফুল। ফুলের মাঝখানে বেশ কিছু হালকা বাদামি বর্ণের কেশর রয়েছে। অবশ্য এগুলি পুরুষ ফুল। যে কারণে এবার আর আপেলের দেখা মিলছে না। তবে আগামী বছর স্ত্রী ফুল ফুটবে। তখন আপেল ফলবে। প্রথমবার পুরুষ ফুল আসলেও দ্বিতীয় দফা থেকে আপেল ফলনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

ফার্মের উদ্যান তত্ত্ববিদ জয়নুল আলম তালুকদার জানিয়েছেন, তিনি প্রায় ৯ মাস আগে ফার্মে ৮টি ‘কাশ্মেরি আপেল’ গাছের জোর কলম লাগিয়েছিলেন। সবগুলো গাছেই ফুল এসেছে। তবে প্রথমবার ফুল এসেছে। ফলে সবগুলোই পুরুষ ফুল। আগামী বছর স্ত্রী ফুলও জন্মাবে বলে তিনি আশা করছেন। তখন পরাগায়নের ফলে আপেল জন্মাবে। তিনি জানান, ফুল আসার ২০ দিনের মধ্যে আপেলের গুটি আসে। আর দু’মাস পর সেগুলি পূর্ণাঙ্গ আপেলে পরিণত হয়। একেকটি আপেল গাছ পেয়ারা গাছের মত ডালপালা বিস্তার করে ৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। জয়নুল আলম তার ফার্মে ‘ব্ল্যাকবেরি’ আঙুরের চারাও লাগিয়েছেন। সেগুলি এখন মাচার ওপর উঠে গেছে। আঙুর গাছগুলো লতানো। কিছুদিনের মধ্যে তাতেও ফুল আসবে বলে আশা করা হচ্ছে।