চমেকে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক হাকিম মিয়া (৬০)। গত সোমবার পর্যন্ত চমেকের ৭৯নং ওয়ার্ডের ৬৩নং বেডে চিকিৎসাধীন ওই কৃষকের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

এ বিষয়ে ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে পটিয়ার আশিয়ার ইউনিয়নের পূর্বপাড়া নিজবাড়িতে ওই কৃষকের ঘরে ঢুকে হামলা চালানো হয়। এ সময় তিনি কিছু বুঝে উঠার আগে পটিয়ার আশিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক প্রকাশ কালা নুরু ও তার ছেলে মাহমুদুল হক ঘরে ডুকে কৃষককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় কৃষক পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই কৃষককে চট্টগ্রামে হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে গত রোববার রাতে ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় আশিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক প্রকাশ কালা নুরু ও তার ছেলে মাহমুদুল হকসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে মামলা (নং-২৬/৫৮) দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখানো আসামি গ্রেফতার না করায় পরিবারের অন্য সদস্যরা নিরত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ তাদের।

মামলার তদন্ত কর্মকর্তা আক্কাস আলী মজুমদার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

চমেকে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক হাকিম মিয়া (৬০)। গত সোমবার পর্যন্ত চমেকের ৭৯নং ওয়ার্ডের ৬৩নং বেডে চিকিৎসাধীন ওই কৃষকের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

এ বিষয়ে ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে পটিয়ার আশিয়ার ইউনিয়নের পূর্বপাড়া নিজবাড়িতে ওই কৃষকের ঘরে ঢুকে হামলা চালানো হয়। এ সময় তিনি কিছু বুঝে উঠার আগে পটিয়ার আশিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক প্রকাশ কালা নুরু ও তার ছেলে মাহমুদুল হক ঘরে ডুকে কৃষককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় কৃষক পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই কৃষককে চট্টগ্রামে হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে গত রোববার রাতে ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় আশিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক প্রকাশ কালা নুরু ও তার ছেলে মাহমুদুল হকসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে মামলা (নং-২৬/৫৮) দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখানো আসামি গ্রেফতার না করায় পরিবারের অন্য সদস্যরা নিরত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ তাদের।

মামলার তদন্ত কর্মকর্তা আক্কাস আলী মজুমদার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।