কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম পর্যটন নগরী হলো কক্সবাজার। দেশের অন্যতম সম্ভাবনাময় এই জেলায় বিভিন্ন সরকারি স্কুল, মাদ্রাসা, কলেজ, পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজ থাকলেও কোন সরকারি বিশ্ববিদ্যালয় নেই। দুঃখজনক হলেও সত্য এটি আমাদের কক্সবাজারবাসীর জন্য অনুতাপের বিষয় বটে।

কক্সবাজার জেলার হাজারো শিক্ষার্থী দেশের বিভিন্ন দূরত্বে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কিন্তু দেশের সর্ব দক্ষিণের জেলা হওয়াতে অনেক প্রত্যন্ত অঞ্চল ও অসচ্ছল শিক্ষার্থী আছে। যারা দূরের কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার মতো সচ্ছল নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা পাওয়ার পরেও অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা রয়ে যাচ্ছে শুধু পারিবারিক অস্বচ্ছলতার কারণে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কক্সবাজারের মতো শিল্পোন্নত, বাণিজ্যিক, পর্যটন এলাকায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে গরিব ও অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দেয়া হোক। দ্রুততম সময়ে কক্সবাজার জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে উচ্চতর শিক্ষা প্রসারে তথা কর্মসংস্থান বৃদ্ধিসহ অবহেলিত এই জেলার শিক্ষার মান বৃদ্ধির দাবি জানাচ্ছি।

আব্দুল্লাহ আল নোমান

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম পর্যটন নগরী হলো কক্সবাজার। দেশের অন্যতম সম্ভাবনাময় এই জেলায় বিভিন্ন সরকারি স্কুল, মাদ্রাসা, কলেজ, পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজ থাকলেও কোন সরকারি বিশ্ববিদ্যালয় নেই। দুঃখজনক হলেও সত্য এটি আমাদের কক্সবাজারবাসীর জন্য অনুতাপের বিষয় বটে।

কক্সবাজার জেলার হাজারো শিক্ষার্থী দেশের বিভিন্ন দূরত্বে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কিন্তু দেশের সর্ব দক্ষিণের জেলা হওয়াতে অনেক প্রত্যন্ত অঞ্চল ও অসচ্ছল শিক্ষার্থী আছে। যারা দূরের কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার মতো সচ্ছল নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা পাওয়ার পরেও অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা রয়ে যাচ্ছে শুধু পারিবারিক অস্বচ্ছলতার কারণে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কক্সবাজারের মতো শিল্পোন্নত, বাণিজ্যিক, পর্যটন এলাকায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে গরিব ও অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দেয়া হোক। দ্রুততম সময়ে কক্সবাজার জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে উচ্চতর শিক্ষা প্রসারে তথা কর্মসংস্থান বৃদ্ধিসহ অবহেলিত এই জেলার শিক্ষার মান বৃদ্ধির দাবি জানাচ্ছি।

আব্দুল্লাহ আল নোমান