নবীন শিক্ষার্থীদের অপেক্ষায় ক্যাম্পাস

জ্ঞান অর্জন ও মেধা বিকাশের অনন্য বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের জ্ঞানকে সমৃদ্ধ এবং সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার তীব্র আকাঙ্খায় বিভোর থাকে। পরিবারের কাক্সিক্ষত স্বপ্ন ও নিজেকে প্রতিষ্ঠিত করবার স্বাভাবিক লক্ষ্য যখন জাগ্রত হয়, তখন থেকেই কঠোর অধ্যবসায় শুরু হয়।

প্রতি বছর নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী ক্যাম্পাস জীবনে প্রবেশ করে। নবীন শিক্ষার্থীদের এই পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলো।

কিন্তু প্রতি বছরের স্বাভাবিক চিত্র এ বছর আর চিত্রিত হচ্ছে না করোনা মহামারীর কারণে। হাজারো তরুণ শিক্ষার্থীদের বুকে লালিত স্বপ্ন আজ গৃহবন্দি। শিক্ষার্থীবিহীন ক্যাম্পাসগুলো আজ জনমানবহীন মরু প্রান্তের মতো খাঁ খাঁ করছে। ক্যাম্পাসের লাল দেয়ালগুলো অশ্রুসিক্ত হৃদয়ে আহ্বান করছে সজীবতা জাগানো নবীন শিক্ষার্থীদের। যদিও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছু আগের মতোই চলছে। তাই আমরা আশাবাদী স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

মুরাদ হোসেন

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

নবীন শিক্ষার্থীদের অপেক্ষায় ক্যাম্পাস

জ্ঞান অর্জন ও মেধা বিকাশের অনন্য বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের জ্ঞানকে সমৃদ্ধ এবং সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার তীব্র আকাঙ্খায় বিভোর থাকে। পরিবারের কাক্সিক্ষত স্বপ্ন ও নিজেকে প্রতিষ্ঠিত করবার স্বাভাবিক লক্ষ্য যখন জাগ্রত হয়, তখন থেকেই কঠোর অধ্যবসায় শুরু হয়।

প্রতি বছর নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী ক্যাম্পাস জীবনে প্রবেশ করে। নবীন শিক্ষার্থীদের এই পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলো।

কিন্তু প্রতি বছরের স্বাভাবিক চিত্র এ বছর আর চিত্রিত হচ্ছে না করোনা মহামারীর কারণে। হাজারো তরুণ শিক্ষার্থীদের বুকে লালিত স্বপ্ন আজ গৃহবন্দি। শিক্ষার্থীবিহীন ক্যাম্পাসগুলো আজ জনমানবহীন মরু প্রান্তের মতো খাঁ খাঁ করছে। ক্যাম্পাসের লাল দেয়ালগুলো অশ্রুসিক্ত হৃদয়ে আহ্বান করছে সজীবতা জাগানো নবীন শিক্ষার্থীদের। যদিও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছু আগের মতোই চলছে। তাই আমরা আশাবাদী স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

মুরাদ হোসেন