প্রিয় বইমেলা, তোমায় মনে পড়ে

ফেব্রুয়ারি মাস আমাদের গৌরবের মাস। ভাষার মাস আগমনের সঙ্গে সঙ্গে আমাদের দরজায় কড়া নাড়ে গ্রন্থমেলা, এই গ্রন্থমেলার আনন্দে মেতে ওঠে সব জ্ঞান পিপাসু নারী-পুরুষ। এদের মধ্যে শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতি বেশি দেখা যায়।

যারা এই বই মেলাকে শুধু একটি মেলা-ই মনে করে, তাহলে তারা নিতান্তই ভুল করে। কারণ, এই বইমেলা হচ্ছে জ্ঞানীদের আড্ডাখানা। তারা সব আবেগ, অনুভূতি, ভালোবাসা দিয়ে আগলে রাখে প্রিয় বই মেলাকে। লেখক-প্রকাশক, ক্রেতা-বিক্রেতা, দর্শক, সাংবাদিক, সেচ্ছাসেবীদের এক সেতু বন্ধনের নাম-ই হলো বইমেলা। মানুষের সৃশনশীলতা, মেধা বিকাশের এক অন্যতম মাধ্যম হচ্ছে বইমেলা। প্রতি বছর এই মেলাকে ঘিরে প্রকাশিত হয় হাজার রকমের বই। লেখকরা সারা বছরজুড়ে ব্যস্ত থাকে লেখালেখি নিয়ে। প্রকাশকরা ব্যস্ত হয়ে পড়ে বই প্রকাশের মাধ্যমে। আর দর্শক বা ক্রেতারা অপেক্ষার প্রহর গুনতে থাকে প্রিয় বই মেলা দর্শন করার জন্য।

করোনা মহামারির কারণে পুরো বিশ্ব জুড়ে রয়েছে নিস্তব্ধতা। ঠিক করোনা মহামারির কারণে এ বছর নির্দিষ্ট সময়ে হয়নি বইমেলা। যদিও ১৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা। কিন্তু কতটা সফল হবে তা দেখার বিষয়। এবারের বইমেলায় যাওয়া হয়নি নজরুল মঞ্চে, শুনা হয়নি বাংলা একাডেমিতে আয়োজিত গান-কবিতার সুর। ক্রয় করা হয়নি প্রিয় লেখকের প্রিয় বই। ঘুরা-ঘুরি করা হয়নি ভাষা শহীদদের চত্বর, দেখা হয়নি বৈচিত্র্যময় মানুষের প্রিয় মুখগুলো। তোমার শূন্যতা আমাকে ভাবিয়ে তুলে, প্রিয় বইমেলা তোমায় খুব মনে পড়ে।

তোফায়েল আহমেদ রামীম

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

প্রিয় বইমেলা, তোমায় মনে পড়ে

image

ফেব্রুয়ারি মাস আমাদের গৌরবের মাস। ভাষার মাস আগমনের সঙ্গে সঙ্গে আমাদের দরজায় কড়া নাড়ে গ্রন্থমেলা, এই গ্রন্থমেলার আনন্দে মেতে ওঠে সব জ্ঞান পিপাসু নারী-পুরুষ। এদের মধ্যে শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতি বেশি দেখা যায়।

যারা এই বই মেলাকে শুধু একটি মেলা-ই মনে করে, তাহলে তারা নিতান্তই ভুল করে। কারণ, এই বইমেলা হচ্ছে জ্ঞানীদের আড্ডাখানা। তারা সব আবেগ, অনুভূতি, ভালোবাসা দিয়ে আগলে রাখে প্রিয় বই মেলাকে। লেখক-প্রকাশক, ক্রেতা-বিক্রেতা, দর্শক, সাংবাদিক, সেচ্ছাসেবীদের এক সেতু বন্ধনের নাম-ই হলো বইমেলা। মানুষের সৃশনশীলতা, মেধা বিকাশের এক অন্যতম মাধ্যম হচ্ছে বইমেলা। প্রতি বছর এই মেলাকে ঘিরে প্রকাশিত হয় হাজার রকমের বই। লেখকরা সারা বছরজুড়ে ব্যস্ত থাকে লেখালেখি নিয়ে। প্রকাশকরা ব্যস্ত হয়ে পড়ে বই প্রকাশের মাধ্যমে। আর দর্শক বা ক্রেতারা অপেক্ষার প্রহর গুনতে থাকে প্রিয় বই মেলা দর্শন করার জন্য।

করোনা মহামারির কারণে পুরো বিশ্ব জুড়ে রয়েছে নিস্তব্ধতা। ঠিক করোনা মহামারির কারণে এ বছর নির্দিষ্ট সময়ে হয়নি বইমেলা। যদিও ১৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা। কিন্তু কতটা সফল হবে তা দেখার বিষয়। এবারের বইমেলায় যাওয়া হয়নি নজরুল মঞ্চে, শুনা হয়নি বাংলা একাডেমিতে আয়োজিত গান-কবিতার সুর। ক্রয় করা হয়নি প্রিয় লেখকের প্রিয় বই। ঘুরা-ঘুরি করা হয়নি ভাষা শহীদদের চত্বর, দেখা হয়নি বৈচিত্র্যময় মানুষের প্রিয় মুখগুলো। তোমার শূন্যতা আমাকে ভাবিয়ে তুলে, প্রিয় বইমেলা তোমায় খুব মনে পড়ে।

তোফায়েল আহমেদ রামীম