পাঁচ দিন পর সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

টানা পাঁচ দিন পর গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজার। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকেও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৯৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৮৩ পয়েন্ট এবং সিডিএসইটি ১৯.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২০.৬৯ পয়েন্টে, ২০৫৬.৩৭ পয়েন্টে এবং ১১৪৬ পয়েন্টে। গতকাল ডিএসই ৫৩০ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ৬১ কোটি ৪৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯০টির বা ৫৫.৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৫টির বা ১০.২০ শতাংশের এবং ১১৮টির বা ৩৪.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৪.৬৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই’র ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩২ লাখ ২৬ হাজার ১৯২টি শেয়ার ৪০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকার লিনডে বিডির এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের।

এছাড়া আমান কটনের ১২ লাখ ৮৫ হাজার টাকার, আমান ফিডের ১৯ লাখ ২৯ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৩ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ২ হাজার টাকার, আজিজ পাইপসের ৫ লাখ টাকার, বঙ্গজের ৫ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, বিকন ফার্মার ৫১ লাখ ৭০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১ কোটি ৮৬ লাখ টাকার, বেক্সিমকোর ১৮ লাখ ৭৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকার, গ্রামীণফোনের ৫ লাখ ৩৭ হাজার টাকার, ইন্দোবাংলাা ফার্মার ৫ লাখ টাকার, কোহিনুর কেমিক্যালের ৮ লাখ ৬৪ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮ লাখ ৭০ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ লাখ ১ হাজার টাকার, ম্যারিকোর ৪১ লাখ ৯৪ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৩৭ লাখ ৫৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লাখ ১৬ হাজার টাকার, রহিমা ফুডের ৭ লাখ টাকার, সি পার্লেরর ৫ লাখ ৬ হাজার টাকার, শেফার্ডের ৬ লাখ ৮০ হাজার টাকার এবং ইউনিলিভারের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯০টির বা ৫৫.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইজেনারেশন লিমিটেডের। লেনদেনের প্রথম দিন ইজেনারেশনের শেয়ার দর সর্বোচ্চ ৫০ শতাংশ বা ৫ টাকা বেড়েছে। অর্থাৎ মঙ্গলবার ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

পাঁচ দিন পর সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

টানা পাঁচ দিন পর গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজার। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকেও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৯৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৮৩ পয়েন্ট এবং সিডিএসইটি ১৯.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২০.৬৯ পয়েন্টে, ২০৫৬.৩৭ পয়েন্টে এবং ১১৪৬ পয়েন্টে। গতকাল ডিএসই ৫৩০ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ৬১ কোটি ৪৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯০টির বা ৫৫.৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৫টির বা ১০.২০ শতাংশের এবং ১১৮টির বা ৩৪.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৪.৬৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই’র ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩২ লাখ ২৬ হাজার ১৯২টি শেয়ার ৪০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকার লিনডে বিডির এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের।

এছাড়া আমান কটনের ১২ লাখ ৮৫ হাজার টাকার, আমান ফিডের ১৯ লাখ ২৯ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৩ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ২ হাজার টাকার, আজিজ পাইপসের ৫ লাখ টাকার, বঙ্গজের ৫ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, বিকন ফার্মার ৫১ লাখ ৭০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১ কোটি ৮৬ লাখ টাকার, বেক্সিমকোর ১৮ লাখ ৭৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকার, গ্রামীণফোনের ৫ লাখ ৩৭ হাজার টাকার, ইন্দোবাংলাা ফার্মার ৫ লাখ টাকার, কোহিনুর কেমিক্যালের ৮ লাখ ৬৪ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮ লাখ ৭০ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ লাখ ১ হাজার টাকার, ম্যারিকোর ৪১ লাখ ৯৪ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৩৭ লাখ ৫৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লাখ ১৬ হাজার টাকার, রহিমা ফুডের ৭ লাখ টাকার, সি পার্লেরর ৫ লাখ ৬ হাজার টাকার, শেফার্ডের ৬ লাখ ৮০ হাজার টাকার এবং ইউনিলিভারের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯০টির বা ৫৫.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইজেনারেশন লিমিটেডের। লেনদেনের প্রথম দিন ইজেনারেশনের শেয়ার দর সর্বোচ্চ ৫০ শতাংশ বা ৫ টাকা বেড়েছে। অর্থাৎ মঙ্গলবার ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়।