জামালপুর সরব আওয়ামী লীগ : নীরব বিএনপি

জেলা আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক উদীয়মান নেতা ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার নির্বাচনে মনোয়ন দেয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে আওয়ামী শিবিরে। আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জামালপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন।

তবে নানা প্রতিকুল আর দ্বিধা বিভক্তির কারণে হতাশার নিরবতা চলছে বিএনপি শিবিরে। দেড় শতাধিক বছরের পুরনো প্রথম শ্রেণীর জামালপুর পৌরসভার ইতিহাসে এবারই সবচেয়ে কম বয়সে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসন ছানু। তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এই নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন জামালপুর পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক মেয়র কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মুফতি মোস্তফা কামাল।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী এড: শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, নির্বাচনের প্রতিক বরাদ্দের পর থেকে আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীদের বাঁধার কারণে তার নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা চালাতে পারছে না। নির্বাচনী প্রচারে নামলেই নানাভাবে নৌকা প্রার্থীর নেতা-কর্মীদের বাধার সম্মখিন হচ্ছে।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

জামালপুর সরব আওয়ামী লীগ : নীরব বিএনপি

প্রতিনিধি, জামালপুর

জেলা আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক উদীয়মান নেতা ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার নির্বাচনে মনোয়ন দেয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে আওয়ামী শিবিরে। আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জামালপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন।

তবে নানা প্রতিকুল আর দ্বিধা বিভক্তির কারণে হতাশার নিরবতা চলছে বিএনপি শিবিরে। দেড় শতাধিক বছরের পুরনো প্রথম শ্রেণীর জামালপুর পৌরসভার ইতিহাসে এবারই সবচেয়ে কম বয়সে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসন ছানু। তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এই নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন জামালপুর পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক মেয়র কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মুফতি মোস্তফা কামাল।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী এড: শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, নির্বাচনের প্রতিক বরাদ্দের পর থেকে আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীদের বাঁধার কারণে তার নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা চালাতে পারছে না। নির্বাচনী প্রচারে নামলেই নানাভাবে নৌকা প্রার্থীর নেতা-কর্মীদের বাধার সম্মখিন হচ্ছে।