শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গতকাল রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। এছাড়া বৃদ্ধি, শিশু ও মহিলা যাত্রীদের দীর্ঘপথ হেঁটে অতিক্রম করতে দেখা গেছে। চলমান পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ৯টায় প্রথমে নীলক্ষেত সড়ক অপরোধ করে শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর মিরপুর সড়ক ও নিউমার্কেট-সায়েন্সল্যাব-শাহবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ সড়ক দুটি বন্ধের ফলে ফার্মগেট-শাহবাগ সড়কসহ রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চার বৃদ্ধি পায়। এর ফলে তৈরি হয় তীব্র যানজট। বিকেল ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে সড়ক অবরোধ ছেড়ে দেয় শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এর প্রভাবে গতকাল রাত ১০ পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের ধীরগতি থাকে বলে ঢাকা মেট্রোপলিটার পুলিশের ট্রাফিক বিভাগের সূত্র জানায়।

এ বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের অবস্থানের কারণে পুরো মিরপুর রোডে যান চলাচল বন্ধ ছিল। যা গাবতলী পর্যন্ত বিস্তৃত হয়। যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় বের করে দেয়া হয়। কিন্তু এর প্রভাবে রাত পর্যন্ত বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।’

সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে ছিল যাত্রীবাহী বাসগুলো। ফলে বাস থেকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে অনেক যাত্রীদের। রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়ক নীলক্ষেত ও সায়েন্সল্যাব রুটে চলাচলকারী যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। যানবাহনের চাপের কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় হয়ে গুলিস্তান পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট। শাহবাগ মোড়ে সাইদুর নামের মিরপুরের এক যাত্রী সংবাদকে বলেন, ‘১ ঘণ্টা যাবত শাহবাগ মোড়ে বাসে আছি। গাড়ি তো চলে না। ছাত্ররা তাদের দাবির জন্য সড়ক অবরোধ করেছে শুনেছি। এর জন্য তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হেঁটেই রওয়ানা দিয়েছি।’ কামাল নামের এক সিএনজি চালক বলেন, ‘বেলা ১১টা থেকে এখানে বসে আছি। মতিঝিল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডি যাচ্ছিলাম। যানজটের কারণে যাত্রী নেমে হেঁটে চলে গেছে। কিন্তু সিএনজি নিয়ে আমি পড়েছে বিপদে। দিনশেষে জমার টাকা কীভাবে দেবো সেই চিন্তায় আছি।’ ছালমা আক্তার নামের এক মহিলা যাত্রী বলেন, ‘দাবি আদায়ের জন্য সবাই সড়ক অবরোধ করে। কিন্তু দুর্ভোগ পোহাতে সাধারণ মানুষের।’ ধানমন্ডির বাসা থেকে গতকাল সকালে ডাক্তার দেখাতে তিনি বারডেম হাসপাতালে আসেন। কিন্তু দুপুর হলেও বাসায় যেতে পারছে না। ছাত্রদের সড়ক অবরোধের কারণে তিনি যেতে পারছে না। স্বামী এসে তাকে নিয়ে যাবেন। তাই অপেক্ষা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। গত সোমবার শিক্ষামন্ত্রীর ঘোষণার পর এই সাত কলেজের চলমান পরীক্ষাও স্থগিত করে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব বার্তা পরিবেশক |

image

গতকাল নীলক্ষেতের মোড় দখল করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় দিনভর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে সাধারণ মানুষ -সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গতকাল রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। এছাড়া বৃদ্ধি, শিশু ও মহিলা যাত্রীদের দীর্ঘপথ হেঁটে অতিক্রম করতে দেখা গেছে। চলমান পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ৯টায় প্রথমে নীলক্ষেত সড়ক অপরোধ করে শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর মিরপুর সড়ক ও নিউমার্কেট-সায়েন্সল্যাব-শাহবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ সড়ক দুটি বন্ধের ফলে ফার্মগেট-শাহবাগ সড়কসহ রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চার বৃদ্ধি পায়। এর ফলে তৈরি হয় তীব্র যানজট। বিকেল ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে সড়ক অবরোধ ছেড়ে দেয় শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এর প্রভাবে গতকাল রাত ১০ পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের ধীরগতি থাকে বলে ঢাকা মেট্রোপলিটার পুলিশের ট্রাফিক বিভাগের সূত্র জানায়।

এ বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের অবস্থানের কারণে পুরো মিরপুর রোডে যান চলাচল বন্ধ ছিল। যা গাবতলী পর্যন্ত বিস্তৃত হয়। যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় বের করে দেয়া হয়। কিন্তু এর প্রভাবে রাত পর্যন্ত বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।’

সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে ছিল যাত্রীবাহী বাসগুলো। ফলে বাস থেকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে অনেক যাত্রীদের। রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়ক নীলক্ষেত ও সায়েন্সল্যাব রুটে চলাচলকারী যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। যানবাহনের চাপের কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় হয়ে গুলিস্তান পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট। শাহবাগ মোড়ে সাইদুর নামের মিরপুরের এক যাত্রী সংবাদকে বলেন, ‘১ ঘণ্টা যাবত শাহবাগ মোড়ে বাসে আছি। গাড়ি তো চলে না। ছাত্ররা তাদের দাবির জন্য সড়ক অবরোধ করেছে শুনেছি। এর জন্য তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হেঁটেই রওয়ানা দিয়েছি।’ কামাল নামের এক সিএনজি চালক বলেন, ‘বেলা ১১টা থেকে এখানে বসে আছি। মতিঝিল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডি যাচ্ছিলাম। যানজটের কারণে যাত্রী নেমে হেঁটে চলে গেছে। কিন্তু সিএনজি নিয়ে আমি পড়েছে বিপদে। দিনশেষে জমার টাকা কীভাবে দেবো সেই চিন্তায় আছি।’ ছালমা আক্তার নামের এক মহিলা যাত্রী বলেন, ‘দাবি আদায়ের জন্য সবাই সড়ক অবরোধ করে। কিন্তু দুর্ভোগ পোহাতে সাধারণ মানুষের।’ ধানমন্ডির বাসা থেকে গতকাল সকালে ডাক্তার দেখাতে তিনি বারডেম হাসপাতালে আসেন। কিন্তু দুপুর হলেও বাসায় যেতে পারছে না। ছাত্রদের সড়ক অবরোধের কারণে তিনি যেতে পারছে না। স্বামী এসে তাকে নিয়ে যাবেন। তাই অপেক্ষা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। গত সোমবার শিক্ষামন্ত্রীর ঘোষণার পর এই সাত কলেজের চলমান পরীক্ষাও স্থগিত করে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।