ইউপি সদস্যকে গুলি করে হত্যা

গতকাল দিন-দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে ঢুকে একদল সন্ত্রাসী ৩৪নং রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল পৌনে ১টার দিকে উপজেলা সদরে অবস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে বসেছিলেন রুপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সমর বিজয় চাকমা। তিনি উপজেলা নির্বাহী কার্যালয়ের পিআইও-এর অফিস কক্ষে প্রশাসনিক কাজে গিয়েছিলেন।

এ সময় তিনি অফিস কক্ষের একটি চেয়ার বসে থাকা অবস্থায় তিন জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে গিয়ে অফিসে ঢুকে পিছন দিক থেকে সমর বিজয় চাকমা মাথায় পিস্তল ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। ঘটনাস্থলেই সমর বিজয় চাকমার মারা যান। ঘটনার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা অফিস কক্ষ থেকে বের হয়ে পর পর ৫ রাউন্ড ফাঁকা গুলি করে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে সমর বিজয় চাকমার লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।

এদিকে, এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসি চাকমা এক প্রেস বার্তায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের অস্ত্রধারীদের গুলিতে তার দলের উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক সমর বিজয় চাকমা নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদেরসহ তাদের গড ফাদারদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা এসব অভিযোগ অস্বীকার করে জানান, তার দল কোন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে নেই। তারা দল পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এমএন লারমা দল জেএসএসএসের দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার জানান, একদল দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড মেম্বার সমর বিজয় চাকমা নিহত হয়েছেন। ঘটনার তদন্ত করে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

বাঘাইছড়িতে

ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক, পার্বত্যাঞ্চল

গতকাল দিন-দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে ঢুকে একদল সন্ত্রাসী ৩৪নং রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল পৌনে ১টার দিকে উপজেলা সদরে অবস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে বসেছিলেন রুপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সমর বিজয় চাকমা। তিনি উপজেলা নির্বাহী কার্যালয়ের পিআইও-এর অফিস কক্ষে প্রশাসনিক কাজে গিয়েছিলেন।

এ সময় তিনি অফিস কক্ষের একটি চেয়ার বসে থাকা অবস্থায় তিন জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে গিয়ে অফিসে ঢুকে পিছন দিক থেকে সমর বিজয় চাকমা মাথায় পিস্তল ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। ঘটনাস্থলেই সমর বিজয় চাকমার মারা যান। ঘটনার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা অফিস কক্ষ থেকে বের হয়ে পর পর ৫ রাউন্ড ফাঁকা গুলি করে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে সমর বিজয় চাকমার লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।

এদিকে, এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসি চাকমা এক প্রেস বার্তায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের অস্ত্রধারীদের গুলিতে তার দলের উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক সমর বিজয় চাকমা নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদেরসহ তাদের গড ফাদারদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা এসব অভিযোগ অস্বীকার করে জানান, তার দল কোন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে নেই। তারা দল পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এমএন লারমা দল জেএসএসএসের দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার জানান, একদল দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড মেম্বার সমর বিজয় চাকমা নিহত হয়েছেন। ঘটনার তদন্ত করে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।