আনন্দ খালেদের সফল অগ্রযাত্রা

থিয়েটার আরামবাগ দিয়ে মঞ্চে অভিনয় শুরু করেছিলেন অভিনেতা আনন্দ খালেদে। অভিনয় দিয়েই মিডিয়ায় প্রবেশ করেন তিনি। মঞ্চ নাটকে তিন বছর অভিনয়ের পর টিভি নাটক হয়ে সিনেমায় পদার্পণ করেন এই অভিনেতা। এরপর একজন নির্মাতা হিসেবেও কাজ করছেন তিনি।

সম্প্রতি ‘মা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ভালো সারা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর জন্য সিনেমাটিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, ‘একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি আমি একজন নির্মাতা হিসেবেও নিজেকে গড়ে তুলতে চাই। যে কারণে নির্মাণের দিকেও আমি এখন নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছি। আমার বিশ্বাস নির্মাতা হিসেবেও আমি সফল হতে পারব।’ এর আগে তিনি ‘কবি ও তার ভ্রান্তি বিলাস’, ‘আশার হাটবাজার’ নামে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। এদিকে অভিনয়ে আনন্দ খালেদ আলোচনায় আসেন শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করে। এছাড়া মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে এই অভিনেতা সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। থিয়েটার আরামবাগ দিয়ে মঞ্চে অভিনয় শুরু করা এই অভিনেতা ‘আবার বসন্ত’, ‘আইসক্রিম’, ‘বিশ্ব সুন্দরী’, ‘যদি একদিন’ ছবিগুলোতে সফলভাবে অভিনয় করেন। অভিনেতা ও নির্মাতা- এই দুই মাধ্যমেই কাজ করে তিনি দর্শকের মন জয় করতে চান।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

আনন্দ খালেদের সফল অগ্রযাত্রা

বিনোদন প্রতিবেদক |

image

থিয়েটার আরামবাগ দিয়ে মঞ্চে অভিনয় শুরু করেছিলেন অভিনেতা আনন্দ খালেদে। অভিনয় দিয়েই মিডিয়ায় প্রবেশ করেন তিনি। মঞ্চ নাটকে তিন বছর অভিনয়ের পর টিভি নাটক হয়ে সিনেমায় পদার্পণ করেন এই অভিনেতা। এরপর একজন নির্মাতা হিসেবেও কাজ করছেন তিনি।

সম্প্রতি ‘মা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ভালো সারা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর জন্য সিনেমাটিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, ‘একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি আমি একজন নির্মাতা হিসেবেও নিজেকে গড়ে তুলতে চাই। যে কারণে নির্মাণের দিকেও আমি এখন নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছি। আমার বিশ্বাস নির্মাতা হিসেবেও আমি সফল হতে পারব।’ এর আগে তিনি ‘কবি ও তার ভ্রান্তি বিলাস’, ‘আশার হাটবাজার’ নামে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। এদিকে অভিনয়ে আনন্দ খালেদ আলোচনায় আসেন শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করে। এছাড়া মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে এই অভিনেতা সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। থিয়েটার আরামবাগ দিয়ে মঞ্চে অভিনয় শুরু করা এই অভিনেতা ‘আবার বসন্ত’, ‘আইসক্রিম’, ‘বিশ্ব সুন্দরী’, ‘যদি একদিন’ ছবিগুলোতে সফলভাবে অভিনয় করেন। অভিনেতা ও নির্মাতা- এই দুই মাধ্যমেই কাজ করে তিনি দর্শকের মন জয় করতে চান।