পররাষ্ট্রমন্ত্রীর আশা বাইডেন দ্রুত বাংলাদেশ সফরে আসবেন

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার। পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং কোভিড-১৯ সংক্রান্ত ক্ষতি কাটিয়ে উঠতে দুই দেশ জনস্বাস্থ্য, জ্বালানি এবং বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে আরও দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করবে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত বাংলাদেশ সফর করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেয়ার জন্য ফের অনুরোধ জানিয়েছেন

তিনি। ওয়াশিংটনে অবস্থানরত মোমেন মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার জন্য নতুন মার্কিন সরকারকে অভিনন্দন জানান মোমেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্ট্র্যাটেজিক স্তরে নেয়ার ইচ্ছা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন উভয় দেশের সর্Ÿোচ্চ রাজনৈতিক নেতাদের সফরের ওপর জোর দেন। মোমেন আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত বাংলাদেশ সফর করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

আলোচনার শুরুতে সরাসরি কথা না বলার জন্য দুঃখ প্রকাশ করেন ব্লিনকেন। উভয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করার ইচ্ছা ব্যক্ত করেন। দু’দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই নেতা সম্মত হন। তারা কোভিড পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, মানবাধিকার ও শ্রমাধিকারসহ অন্য বিষয় নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

পররাষ্ট্রমন্ত্রীর আশা বাইডেন দ্রুত বাংলাদেশ সফরে আসবেন

নিজস্ব বার্তা পরিবেশক |

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার। পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং কোভিড-১৯ সংক্রান্ত ক্ষতি কাটিয়ে উঠতে দুই দেশ জনস্বাস্থ্য, জ্বালানি এবং বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে আরও দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করবে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত বাংলাদেশ সফর করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেয়ার জন্য ফের অনুরোধ জানিয়েছেন

তিনি। ওয়াশিংটনে অবস্থানরত মোমেন মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার জন্য নতুন মার্কিন সরকারকে অভিনন্দন জানান মোমেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্ট্র্যাটেজিক স্তরে নেয়ার ইচ্ছা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন উভয় দেশের সর্Ÿোচ্চ রাজনৈতিক নেতাদের সফরের ওপর জোর দেন। মোমেন আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত বাংলাদেশ সফর করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

আলোচনার শুরুতে সরাসরি কথা না বলার জন্য দুঃখ প্রকাশ করেন ব্লিনকেন। উভয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করার ইচ্ছা ব্যক্ত করেন। দু’দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই নেতা সম্মত হন। তারা কোভিড পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, মানবাধিকার ও শ্রমাধিকারসহ অন্য বিষয় নিয়ে আলোচনা করেন।