ইটভাঙার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত, আহত ৫

ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। গতকাল সকালে, সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ৯ম শ্রেণীর ছাত্র মেহেদি (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র নাঈম (১৪)।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন ছাত্র ইটভাঙার শ্রমিকের কাজ করছিল। তারা ইটভাঙার মেশিনযোগে কর্মস্থলে যাচ্ছিল। যাবার পথে ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ইটভাঙার মেশিনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ৭ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

ইটভাঙার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত, আহত ৫

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। গতকাল সকালে, সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ৯ম শ্রেণীর ছাত্র মেহেদি (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র নাঈম (১৪)।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন ছাত্র ইটভাঙার শ্রমিকের কাজ করছিল। তারা ইটভাঙার মেশিনযোগে কর্মস্থলে যাচ্ছিল। যাবার পথে ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ইটভাঙার মেশিনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ৭ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।