মার্কেন্টাইল ব্যাংকের ২০টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবা

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ২০টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। গত বুধবার এক অনলাইন ভার্চুয়াল প্লাটফর্ম-এর মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ২০টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

শাখাগুলো হলো- ১. খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম, ২. নওগাঁ শাখা, ৩. জয়পাড়া শাখা, ঢাকা, ৪. দারুস সালাম রোড শাখা, ঢাকা, ৫. নওয়াবপুর রোড শাখা, ঢাকা, ৬. আগানগর শাখা, ঢাকা, ৭. আবদুল্লাপুর শাখা, কেরানীগঞ্জ, ৮. চট্টগ্রাম ইপিজেড শাখা, ৯. চাঁদপুর শাখা, ১০. আশুগঞ্জ শাখা, ১১. সেনবাগ শাখা, নোয়াখালী, ১২. সমির মুন্সিরহাট শাখা, নোয়াখালী, ১৩. চাঁপাইনবাবগঞ্জ শাখা, ১৪. পাবনা শাখা, ১৫. সাতক্ষীরা শাখা, ১৬. ভোলা শাখা, ১৭. পটুয়াখালী শাখা, ১৮. ভেলানগর শাখা, নরসিংদী, ১৯. বারৈয়ারহাট শাখা, চট্টগ্রাম ও ২০. কালাইয়া শাখা, পটুয়াখালী। এ নিয়ে দেশব্যাপী ৪৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ডিএমডি জিডব্লিউএম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ ও হাসনে আলম এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ , ১৩ ফাল্গুন ১৪২৭ ১৩ রজব ১৪৪২

মার্কেন্টাইল ব্যাংকের ২০টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবা

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ২০টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। গত বুধবার এক অনলাইন ভার্চুয়াল প্লাটফর্ম-এর মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ২০টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

শাখাগুলো হলো- ১. খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম, ২. নওগাঁ শাখা, ৩. জয়পাড়া শাখা, ঢাকা, ৪. দারুস সালাম রোড শাখা, ঢাকা, ৫. নওয়াবপুর রোড শাখা, ঢাকা, ৬. আগানগর শাখা, ঢাকা, ৭. আবদুল্লাপুর শাখা, কেরানীগঞ্জ, ৮. চট্টগ্রাম ইপিজেড শাখা, ৯. চাঁদপুর শাখা, ১০. আশুগঞ্জ শাখা, ১১. সেনবাগ শাখা, নোয়াখালী, ১২. সমির মুন্সিরহাট শাখা, নোয়াখালী, ১৩. চাঁপাইনবাবগঞ্জ শাখা, ১৪. পাবনা শাখা, ১৫. সাতক্ষীরা শাখা, ১৬. ভোলা শাখা, ১৭. পটুয়াখালী শাখা, ১৮. ভেলানগর শাখা, নরসিংদী, ১৯. বারৈয়ারহাট শাখা, চট্টগ্রাম ও ২০. কালাইয়া শাখা, পটুয়াখালী। এ নিয়ে দেশব্যাপী ৪৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ডিএমডি জিডব্লিউএম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ ও হাসনে আলম এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা।