হাটখোলায় পেট্রল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর একটি পেট্রল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর হাটখোলা রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত গতকাল এক অভিযানে এ জরিমানা করে।

হাটখোলা রোড এলাকায় মেসার্স এ. হাই অ্যান্ড কোং জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩০০, ১৭০ ও ১২০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১৭০ মিলিলিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযানে ঊর্ধ্বতন পরীক্ষক রাকিবুল আলম ও পরিদর্শক ইনজামামুল হক অংশগ্রহণ করেন।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ , ১৩ ফাল্গুন ১৪২৭ ১৩ রজব ১৪৪২

হাটখোলায় পেট্রল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর একটি পেট্রল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর হাটখোলা রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত গতকাল এক অভিযানে এ জরিমানা করে।

হাটখোলা রোড এলাকায় মেসার্স এ. হাই অ্যান্ড কোং জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩০০, ১৭০ ও ১২০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১৭০ মিলিলিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযানে ঊর্ধ্বতন পরীক্ষক রাকিবুল আলম ও পরিদর্শক ইনজামামুল হক অংশগ্রহণ করেন।