নৌকায় ভোট চেয়ে গণসংযোগে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ

পরশু রোববার ২৮ ফেব্রুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচন। সৈয়দপুর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান বেবির নির্বাচনী প্রচার জমজমাট হয়ে উঠেছে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগের পাশাপাশি গণসংযোগ ও প্রচারণায় মাঠে নেমেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের নেতৃত্বে কেন্দ্রীয় নারী নেত্রীরা। গত বুধবার সকাল থেকে রাত পর্যন্ত শহরে আটকেপড়া পাকিস্তানী উর্দুভাষীদের বিভিন্ন ক্যাম্পসহ ওয়ার্ডের পাড়া মহল্লায় পায়ে হেঁটে প্রচার প্রচারণা চালান তারা। এ সময় সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়নে ভোট চেয়ে উর্দুভাষীসহ সব শ্রেণীর ভোটারদের কাছে ভোট চান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক।

এছাড়াও নেতৃবৃন্দ নৌকায় ভোট চেয়ে পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, শেখ আনারকলি পুতুল, সমবায় সম্পাদক দিলারা মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রাহেনা খানম, মহানগর উত্তরের উম্মে কুলসুম, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা চৌধুরী তন্নী, লিপি আজাদ, মেহজাবিন আলী, নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রতœা সিনহা, নাসরিন জাহান, নুসরাত জাহান নাসরিনসহ সৈয়দপুরের স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। সৈয়দপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীসহ ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরামহীন প্রচার-প্রচারণায় নৌকার পালে হাওয়া লেগেছে।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ , ১৩ ফাল্গুন ১৪২৭ ১৩ রজব ১৪৪২

নৌকায় ভোট চেয়ে গণসংযোগে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

image

পরশু রোববার ২৮ ফেব্রুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচন। সৈয়দপুর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান বেবির নির্বাচনী প্রচার জমজমাট হয়ে উঠেছে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগের পাশাপাশি গণসংযোগ ও প্রচারণায় মাঠে নেমেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের নেতৃত্বে কেন্দ্রীয় নারী নেত্রীরা। গত বুধবার সকাল থেকে রাত পর্যন্ত শহরে আটকেপড়া পাকিস্তানী উর্দুভাষীদের বিভিন্ন ক্যাম্পসহ ওয়ার্ডের পাড়া মহল্লায় পায়ে হেঁটে প্রচার প্রচারণা চালান তারা। এ সময় সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়নে ভোট চেয়ে উর্দুভাষীসহ সব শ্রেণীর ভোটারদের কাছে ভোট চান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক।

এছাড়াও নেতৃবৃন্দ নৌকায় ভোট চেয়ে পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, শেখ আনারকলি পুতুল, সমবায় সম্পাদক দিলারা মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রাহেনা খানম, মহানগর উত্তরের উম্মে কুলসুম, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা চৌধুরী তন্নী, লিপি আজাদ, মেহজাবিন আলী, নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রতœা সিনহা, নাসরিন জাহান, নুসরাত জাহান নাসরিনসহ সৈয়দপুরের স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। সৈয়দপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীসহ ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরামহীন প্রচার-প্রচারণায় নৌকার পালে হাওয়া লেগেছে।