নিশীতা-দীপঙ্করের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া ও দীপঙ্কর বড়ুয়া পার্থর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো গত ২৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে। পারিবারিকভাবে আয়োজিত এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সেদিন রাত ১০টা ৪০ মিনিট থেকে ১১টার মধ্যে। তাদের নিজেদের ধর্মের নিয়মানুসারেই বিয়ের আনুষ্ঠানিকতা এই সময়ের মধ্যে সম্পন্ন হয়। দীর্ঘ দেড় দশক ধরেই একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে নিশীতা বড়ুয়ার পথচলা। ব্যতিক্রম কন্ঠের জন্যে শ্রোতা দর্শকের কাছে নিশীতা পরিচিত এক নাম। তার বিয়ের আনুষ্ঠানিকতায় তাকে আশীর্বাদ করতে উভয় পরিবারের শত শত মানুষসহ উপস্থিত হয়েছিলেন নিশীতার পেশাগত স্থানের অনেকেই। যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন- কনকচাঁপা, মইনুল ইসলাম খান, পার্থ বড়ুয়া, সন্দীপন, আঁখি আলমগীর, পুতুল, মুহিন, মেহরাব, নওরীন, কিশোর, অভিনেত্রী রুনা খান, জেনি, কনা চৌধুরীসহ আরো অনেকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সঙ্গীত পর্বের উপস্থাপনা করেন অধরা জাহান। নিশীতা জানান, তার বর দীপঙ্কর বড়ুয়া পার্থ’র গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে।

নিশীতার গ্রামের বাড়ি চট্টগ্রামেরই পটিয়াতে।

দীপঙ্কর বড়ুয়া পার্থ একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত। মূলত পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। নিশীতা বলেন, সবার কাছে আশীর্বাদ চাই যেন আমরা ইশ্বর যেন আমাদের চলার পথে সহায় হন। যারা আমাদের নিমন্ত্রণে এসে আমাদের আশীর্বাদ করে গেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। পরিশেষে আমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা তারা আমাকে ছোটবেলা থেকেই অনেক আদরে-শাসনে বড় করেছেন, মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেছেন। আমাকে সুন্দর একটি জীবন গড়ে দিয়েছেন। সেই সুন্দর জীবনটাই যেন নতুন জীবনে আরো বিস্তৃত করতে পারি এই আশীর্বাদ চাই বাবা মায়ের কাছে। এর আগে গেলো ২২ ফেব্রুয়ারি নিশীতার গায়েহলুদ সম্পন্ন হয়। নিশীতা জানান, কিছুদিন পর তিনি স্টেজ শোতে আবারো নিয়মিত হবেন।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ , ১৩ ফাল্গুন ১৪২৭ ১৩ রজব ১৪৪২

নিশীতা-দীপঙ্করের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া ও দীপঙ্কর বড়ুয়া পার্থর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো গত ২৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে। পারিবারিকভাবে আয়োজিত এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সেদিন রাত ১০টা ৪০ মিনিট থেকে ১১টার মধ্যে। তাদের নিজেদের ধর্মের নিয়মানুসারেই বিয়ের আনুষ্ঠানিকতা এই সময়ের মধ্যে সম্পন্ন হয়। দীর্ঘ দেড় দশক ধরেই একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে নিশীতা বড়ুয়ার পথচলা। ব্যতিক্রম কন্ঠের জন্যে শ্রোতা দর্শকের কাছে নিশীতা পরিচিত এক নাম। তার বিয়ের আনুষ্ঠানিকতায় তাকে আশীর্বাদ করতে উভয় পরিবারের শত শত মানুষসহ উপস্থিত হয়েছিলেন নিশীতার পেশাগত স্থানের অনেকেই। যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন- কনকচাঁপা, মইনুল ইসলাম খান, পার্থ বড়ুয়া, সন্দীপন, আঁখি আলমগীর, পুতুল, মুহিন, মেহরাব, নওরীন, কিশোর, অভিনেত্রী রুনা খান, জেনি, কনা চৌধুরীসহ আরো অনেকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সঙ্গীত পর্বের উপস্থাপনা করেন অধরা জাহান। নিশীতা জানান, তার বর দীপঙ্কর বড়ুয়া পার্থ’র গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে।

নিশীতার গ্রামের বাড়ি চট্টগ্রামেরই পটিয়াতে।

দীপঙ্কর বড়ুয়া পার্থ একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত। মূলত পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। নিশীতা বলেন, সবার কাছে আশীর্বাদ চাই যেন আমরা ইশ্বর যেন আমাদের চলার পথে সহায় হন। যারা আমাদের নিমন্ত্রণে এসে আমাদের আশীর্বাদ করে গেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। পরিশেষে আমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা তারা আমাকে ছোটবেলা থেকেই অনেক আদরে-শাসনে বড় করেছেন, মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেছেন। আমাকে সুন্দর একটি জীবন গড়ে দিয়েছেন। সেই সুন্দর জীবনটাই যেন নতুন জীবনে আরো বিস্তৃত করতে পারি এই আশীর্বাদ চাই বাবা মায়ের কাছে। এর আগে গেলো ২২ ফেব্রুয়ারি নিশীতার গায়েহলুদ সম্পন্ন হয়। নিশীতা জানান, কিছুদিন পর তিনি স্টেজ শোতে আবারো নিয়মিত হবেন।