গুজরাটে কংগ্রেসের ভরাডুবি আম আদমির চমক

গুজরাটের পৌরসভা নির্বাচনে একচেটিয়া জিতেছে বিজেপি। ৫৭৬ আসনের ৪৮৩টিতে জয় পেয়েছে তারা। চমক দেখিয়েছে আম আদমি পার্টিও। কংগ্রেস যদিও ৫৫ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে। তবে প্রথমবারের মতো নির্বাচন লড়ে আম আদমিরা পেয়েছে ২৭ আসন।

দলের এই বিজয়ে খুবই উচ্ছ্বসিত অরবিন্দ কেজরিওয়াল। তিনি সুরাটের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তার দলকে সমর্থন দেয়ায়। সশরীরে ধন্যবাদ দিতে আগামী ২৬ ফেব্রুয়ারি সুরাট যাবেন বলেও ঘোষণা দেন দলপ্রধান। তিনি বলেন, তার দলের নেতারা গুজরাটের উন্নয়নে সেখানকার মানুষের সঙ্গে মিলে কাজ করবে। তিনি আরও বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত প্রত্যেক জনপ্রতিনিধি তাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবে।’

কেজরিওয়াল বলেন, ‘এর মধ্য দিয়ে ওই রাজ্যে নতুন ধরনের রাজনীতি শুরু হলো। তা হলো সততার রাজনীতি, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বল্পদামে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের রাজনীতি।’

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ , ১৩ ফাল্গুন ১৪২৭ ১৩ রজব ১৪৪২

গুজরাটে কংগ্রেসের ভরাডুবি আম আদমির চমক

গুজরাটের পৌরসভা নির্বাচনে একচেটিয়া জিতেছে বিজেপি। ৫৭৬ আসনের ৪৮৩টিতে জয় পেয়েছে তারা। চমক দেখিয়েছে আম আদমি পার্টিও। কংগ্রেস যদিও ৫৫ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে। তবে প্রথমবারের মতো নির্বাচন লড়ে আম আদমিরা পেয়েছে ২৭ আসন।

দলের এই বিজয়ে খুবই উচ্ছ্বসিত অরবিন্দ কেজরিওয়াল। তিনি সুরাটের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তার দলকে সমর্থন দেয়ায়। সশরীরে ধন্যবাদ দিতে আগামী ২৬ ফেব্রুয়ারি সুরাট যাবেন বলেও ঘোষণা দেন দলপ্রধান। তিনি বলেন, তার দলের নেতারা গুজরাটের উন্নয়নে সেখানকার মানুষের সঙ্গে মিলে কাজ করবে। তিনি আরও বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত প্রত্যেক জনপ্রতিনিধি তাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবে।’

কেজরিওয়াল বলেন, ‘এর মধ্য দিয়ে ওই রাজ্যে নতুন ধরনের রাজনীতি শুরু হলো। তা হলো সততার রাজনীতি, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বল্পদামে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের রাজনীতি।’