দু’দিনে ভোট পড়েছে ৮৭০৬

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ কার্যকরী কমিটি গঠনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দুইদিনে ভোট পড়েছে আট হাজার ৭০৬টি। গতকাল সকালে ব্যালট পেপার বিন্যাস (সর্টিং) করা হবে। এরপর দুপুর ২টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু। গতকাল গতকাল সকাল ৯টায় আইনজীবী সমিতি ভবনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ করা হয়। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। দ্বিতীয় দিনে ভোট দিয়েছেন চার হাজার ৭১৮ জন। এর আগে গত বুধবার সকাল ৯টায় আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দিন ভোট দিয়েছেন ৩ হাজার ৯৮৮ জন।

ঢাকা আইনজীবী সমিতিতে ২৫ হাজার ২০০ জন সদস্য রয়েছেন। যার মধ্যে ১৭ হাজার ৫৬৫ জন এ নির্বাচনে ভোটার। নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ জন কমিশনার ও ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য কাজ করেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ , ১৩ ফাল্গুন ১৪২৭ ১৩ রজব ১৪৪২

ঢাকা বারের কমিটি নির্বাচন

দু’দিনে ভোট পড়েছে ৮৭০৬

আদালত বার্তা পরিবেশক

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ কার্যকরী কমিটি গঠনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দুইদিনে ভোট পড়েছে আট হাজার ৭০৬টি। গতকাল সকালে ব্যালট পেপার বিন্যাস (সর্টিং) করা হবে। এরপর দুপুর ২টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু। গতকাল গতকাল সকাল ৯টায় আইনজীবী সমিতি ভবনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ করা হয়। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। দ্বিতীয় দিনে ভোট দিয়েছেন চার হাজার ৭১৮ জন। এর আগে গত বুধবার সকাল ৯টায় আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দিন ভোট দিয়েছেন ৩ হাজার ৯৮৮ জন।

ঢাকা আইনজীবী সমিতিতে ২৫ হাজার ২০০ জন সদস্য রয়েছেন। যার মধ্যে ১৭ হাজার ৫৬৫ জন এ নির্বাচনে ভোটার। নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ জন কমিশনার ও ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য কাজ করেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।