সপ্তাহের প্রথমদিনে ফের পতন শেয়ারবাজারে

আগের কার্যদিবস উত্থান হলেও সপ্তাহের প্রথম এবং ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৪.৭৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.০৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট এবং সিডিএসইটি ৩.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২২.৮৪ পয়েন্ট, ২০৫৬.৮৩ পয়েন্ট এবং ১১৪৮.৪৫ পয়েন্টে। গতকাল ডিএসই ৬৬০ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির বা ২৯.৩১ শতাংশের, শেয়ার দর কমেছে ১২০টির বা ৩৪.৪৮ শতাংশের এবং ১২৬টির বা ৩৬.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১২.৪৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৬ লাখ ৯৫ হাজার ৯৪০টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

এছাড়া আজিজ পাইপিসের ৫ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ১১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ১০ লাখ ৩২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৯০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৬৯ লাখ ৯৩ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ২৩ লাখ ২৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৬৬ লাখ ৩৬ হাজার টাকার, জেনেক্সের ৫১ লাখ ৮৪ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, রহিমা ফুডের ৮ লাখ ৭৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩৪.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। গত বৃহস্পতিবার প্রাইম ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.০৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৫.৮৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৪৪ শতাংশ, গোল্ডেন সনের ৪.৭৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৪.২৩ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪.০৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৯২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩.৮৮ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩.৫৭ শতাংশ কমেছে।

এছাড়া গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ২৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। গত বৃহস্পতিবার আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০.১০ টাকায়।

গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১০.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আনোয়ার গ্যালভানাইজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৯.৯৬ শতাংশ, ইজেনারেশনের ৯.৭১ শতাংশ, অ্যাসোসিয়েটের অক্সিজেনের ৯.৫৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.২৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৬.৩৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.২২ শতাংশ, সোনালী আঁশের ৫.৬৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.৯১ শতাংশ এবং ডমিনেজ স্টিলের শেয়ার দর ৪.৮২ শতাংশ বেড়েছে।

সোমবার, ০১ মার্চ ২০২১ , ১৬ ফাল্গুন ১৪২৭ ১৬ রজব ১৪৪২

সপ্তাহের প্রথমদিনে ফের পতন শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস উত্থান হলেও সপ্তাহের প্রথম এবং ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৪.৭৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.০৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট এবং সিডিএসইটি ৩.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২২.৮৪ পয়েন্ট, ২০৫৬.৮৩ পয়েন্ট এবং ১১৪৮.৪৫ পয়েন্টে। গতকাল ডিএসই ৬৬০ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির বা ২৯.৩১ শতাংশের, শেয়ার দর কমেছে ১২০টির বা ৩৪.৪৮ শতাংশের এবং ১২৬টির বা ৩৬.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১২.৪৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৬ লাখ ৯৫ হাজার ৯৪০টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

এছাড়া আজিজ পাইপিসের ৫ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ১১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ১০ লাখ ৩২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৯০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৬৯ লাখ ৯৩ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ২৩ লাখ ২৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৬৬ লাখ ৩৬ হাজার টাকার, জেনেক্সের ৫১ লাখ ৮৪ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, রহিমা ফুডের ৮ লাখ ৭৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩৪.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। গত বৃহস্পতিবার প্রাইম ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.০৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৫.৮৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৪৪ শতাংশ, গোল্ডেন সনের ৪.৭৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৪.২৩ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪.০৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৯২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩.৮৮ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩.৫৭ শতাংশ কমেছে।

এছাড়া গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ২৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। গত বৃহস্পতিবার আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০.১০ টাকায়।

গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১০.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আনোয়ার গ্যালভানাইজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৯.৯৬ শতাংশ, ইজেনারেশনের ৯.৭১ শতাংশ, অ্যাসোসিয়েটের অক্সিজেনের ৯.৫৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.২৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৬.৩৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.২২ শতাংশ, সোনালী আঁশের ৫.৬৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.৯১ শতাংশ এবং ডমিনেজ স্টিলের শেয়ার দর ৪.৮২ শতাংশ বেড়েছে।