সূচক বাড়লেও লেনদেন বাড়েনি শেয়ারবাজারে

গত বুধবার পতন হলেও গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বাড়েনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫.৭৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২০.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ৩.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৮.৫৯ পয়েন্ট, ২১১২.৬৮ পয়েন্ট এবং ১১৭৩.২৫ পয়েন্টে। গতকাল ডিএসই ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির বা ২৮.০১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪২.০১ শতাংশের এবং ১০৭টির বা ২৯.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ০০২.৪৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩২ লাখ ৫৪ হাজার ১৩৪টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৪ কোটি ১৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকার বার্জার পেইন্টসের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। এছাড়া ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ২১ লাখ ২০ হাজার টাকার, বিডি থাইয়ের ৭ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকোর ২১ লাখ ৩৮ হাজার টাকার, বাংলাদেশে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬১ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৬০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৯ লাখ ২৩ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২৭ লাখ ৬১ হাজার টাকার, আইএফআইসির ৭ লাখ ৬১ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৬২ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪৮ লাখ ২০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ৪৯ হাজার টাকার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২ লাখ ৩২ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ টাকার এবং সী পার্লের ৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ২৮.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রহিমা ফুডের। গত বুধবার রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৫.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯২.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭.৫০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রহিমা ফুড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইজেনারেশনের ৯.৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮.০২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৭১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৮৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.৬১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.০৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৮১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৪১ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ৩.৭৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টির বা ৪২.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। বোনাস শেয়ার ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটে সমন্বয় হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ার দর। সমন্বয় হয়ে গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৫৬.৮০ টাকায়। আর আগের কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১ হাজার ৫৫৪ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯৯৭.২০ টাকা বা ৬৪.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৮.২৭ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭.৬৯ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৬.৪৫ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৬.২৫ শতাংশ, আইএলএফএসএলের ৫.৮৮ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৭৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৬১ শতাংশ এবং এপোলো ইস্পাতের শেয়ার দর ৫.৪০ শতাংশ কমেছে।

শুক্রবার, ০৫ মার্চ ২০২১ , ২০ ফাল্গুন ১৪২৭ ২০ রজব ১৪৪২

সূচক বাড়লেও লেনদেন বাড়েনি শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গত বুধবার পতন হলেও গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বাড়েনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫.৭৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২০.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ৩.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৮.৫৯ পয়েন্ট, ২১১২.৬৮ পয়েন্ট এবং ১১৭৩.২৫ পয়েন্টে। গতকাল ডিএসই ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির বা ২৮.০১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪২.০১ শতাংশের এবং ১০৭টির বা ২৯.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ০০২.৪৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩২ লাখ ৫৪ হাজার ১৩৪টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৪ কোটি ১৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকার বার্জার পেইন্টসের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। এছাড়া ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ২১ লাখ ২০ হাজার টাকার, বিডি থাইয়ের ৭ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকোর ২১ লাখ ৩৮ হাজার টাকার, বাংলাদেশে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬১ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৬০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৯ লাখ ২৩ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২৭ লাখ ৬১ হাজার টাকার, আইএফআইসির ৭ লাখ ৬১ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৬২ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪৮ লাখ ২০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ৪৯ হাজার টাকার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২ লাখ ৩২ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ টাকার এবং সী পার্লের ৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ২৮.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রহিমা ফুডের। গত বুধবার রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৫.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯২.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭.৫০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রহিমা ফুড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইজেনারেশনের ৯.৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮.০২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৭১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৮৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.৬১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.০৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৮১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৪১ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ৩.৭৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টির বা ৪২.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। বোনাস শেয়ার ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটে সমন্বয় হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ার দর। সমন্বয় হয়ে গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৫৬.৮০ টাকায়। আর আগের কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১ হাজার ৫৫৪ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯৯৭.২০ টাকা বা ৬৪.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৮.২৭ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭.৬৯ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৬.৪৫ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৬.২৫ শতাংশ, আইএলএফএসএলের ৫.৮৮ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৭৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৬১ শতাংশ এবং এপোলো ইস্পাতের শেয়ার দর ৫.৪০ শতাংশ কমেছে।