বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক পারভীন আকতার আহত

বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক পারভীন আকতার আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের ৮ম তলার করিডোর থেকে ৭ম তলার বারান্দায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পর তার আর্ত-চিৎকার শুনতে পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তারা ছুটে এসে তাৎক্ষণিকভাবে ব্যাংকের নিজস্ব ডাক্তারকে সঙ্গে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার পারভীন আকতার ব্যাংকের ক্রেডিট কমিটির মিটিং উপস্থিত হয়েছিলেন।

ৎমিটিং শুরুর কিছুক্ষণ পরে তিনি সভাপতির অনুমতি নিয়ে বেরিয়ে যান এবং দুর্ঘটনার শিকার হন। এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপরোক্ত বিষয়ে ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে উপব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে আহত মহাব্যবস্থাপক পারভীন আকতারের সুচিকিৎসার যাবতীয় কার্যক্রম ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে পরিচালিত হচ্ছে।

তিনি গত ২৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ এর রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেও তিনি রোগ পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

রবিবার, ০৭ মার্চ ২০২১ , ২২ ফাল্গুন ১৪২৭ ২২ রজব ১৪৪২

বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক পারভীন আকতার আহত

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক পারভীন আকতার আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের ৮ম তলার করিডোর থেকে ৭ম তলার বারান্দায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পর তার আর্ত-চিৎকার শুনতে পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তারা ছুটে এসে তাৎক্ষণিকভাবে ব্যাংকের নিজস্ব ডাক্তারকে সঙ্গে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার পারভীন আকতার ব্যাংকের ক্রেডিট কমিটির মিটিং উপস্থিত হয়েছিলেন।

ৎমিটিং শুরুর কিছুক্ষণ পরে তিনি সভাপতির অনুমতি নিয়ে বেরিয়ে যান এবং দুর্ঘটনার শিকার হন। এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপরোক্ত বিষয়ে ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে উপব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে আহত মহাব্যবস্থাপক পারভীন আকতারের সুচিকিৎসার যাবতীয় কার্যক্রম ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে পরিচালিত হচ্ছে।

তিনি গত ২৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ এর রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেও তিনি রোগ পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।