ইনফিনিক্স নোট ৮ আই: মোবাইল গেমিং ও ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য পারফরম্যান্স, ডিজাইন, ব্যাটারি, সফটওয়্যার এবং ক্যামেরার পাশাপাশি ভালো গেমিং এবং ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে নোট ৮ আই নিয়ে এসেছে ইনফিনিক্স। নতুন ফোনটিতে অক্টা-কোর হেলিও জি৮০ প্রসেসর এবং মিডিয়াটেক হাইপারইঞ্জিন গেম টেকনোলজি, ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৬.৭৮ ইঞ্চির ইনফিনিটি-ও ডিসপ্লে, ৪৮ এমপি কোয়াড-ক্যামেরা সেটআপের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট ভিশন ফ্রন্ট শুটার রয়েছে।

এতে ইনফিনিক্সের আগের ফোনগুলোর (নোট ৭ ও নোট ৮) মতো বৃত্তাকারাকৃতির ক্যামেরা ব্যবহার করা হয়নি। নোট সিরিজের অন্য ফোনগুলোর মতো ইনফিনিক্স নোট ৮ আই-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনের ঠিক পরেই রাখা হয়েছে যা ফোনটি আনলক করা সহজ করে দিবে।

ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ দৃষ্টিনন্দন ডিজাইন ও টেকসই বডির একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরা ছাড়াও পেছনের অংশে একটি ২ এমপি ডেপথ ক্যামেরা এবং ২ মেগাপিক্সলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত রয়েছে। ফোনাটির সম্মুখভাগে, আল্ট্রা নাইট ভিশনসহ পাঞ্চহোল কাটআউটের ভিতরে বসানো ৮ এমপির সেলফি ক্যুটার দিয়ে কম আলোতে উজ্জ্বল ছবি তোলা যাবে। ডিভাইসটিতে বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে। ইনফিনিক্সের নিজস্ব এআই অ্যালগরিদম চালিত নোট ৮ আই ফোনটিতে থাকা আই-ট্রেকিং অটোফোকাস ছবিগুলোকে আরো স্বাভাবিকভাবে ফুটিয়ে তোলবে।

ডিভাইসটি বিশেষত গেমারদের টার্গেট করে তৈরি করা হয়েছে। মাল্টিটাস্কিং এবং দ্রুত কাজ করার সুবিধা দিতে এবং ব্যবহারকারীদের ফাইল, গেমস, অ্যাপস এবং মিডিয়া ফাইল জমা রাখার জন্য ইনফিনিক্স নোট ৮ আই তে ৬৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে একটি অতিরিক্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

ফোনটিতে ‘পাওয়ার ম্যারাথন প্রযুক্তির’ ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এতে থাকা টাইপ-সি পোর্টের চার্জিং পয়েন্টের মাধ্যমে ১৮ডব্লিউ সুপার ফাস্ট সুবিধা পাওয়া যাবে। কনেক্টিভিটির ক্ষেত্রে ইনফিনিক্স নোট ৮ আই ফোনটিতে ওয়াই-ফাই ৮০২.১১, জিপিএস, মোবাইল হটস্পট, ব্লুটুথ ভি ৫.০০, ইউএসবি ওটিজি, ইউএসবি টাইপ-সি, ৩জি, ৪জি এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। বাংলাদেশের বাজারে ১৪,৯৯০ টাকায় আইস ডায়মন্ড, ওবিসিডিয়ান ব্ল্যাক এবং ট্রাংকুইল ব্লু রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ , ২৬ ফাল্গুন ১৪২৭ ২৬ রজব ১৪৪২

ইনফিনিক্স নোট ৮ আই: মোবাইল গেমিং ও ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা

image

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য পারফরম্যান্স, ডিজাইন, ব্যাটারি, সফটওয়্যার এবং ক্যামেরার পাশাপাশি ভালো গেমিং এবং ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে নোট ৮ আই নিয়ে এসেছে ইনফিনিক্স। নতুন ফোনটিতে অক্টা-কোর হেলিও জি৮০ প্রসেসর এবং মিডিয়াটেক হাইপারইঞ্জিন গেম টেকনোলজি, ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৬.৭৮ ইঞ্চির ইনফিনিটি-ও ডিসপ্লে, ৪৮ এমপি কোয়াড-ক্যামেরা সেটআপের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট ভিশন ফ্রন্ট শুটার রয়েছে।

এতে ইনফিনিক্সের আগের ফোনগুলোর (নোট ৭ ও নোট ৮) মতো বৃত্তাকারাকৃতির ক্যামেরা ব্যবহার করা হয়নি। নোট সিরিজের অন্য ফোনগুলোর মতো ইনফিনিক্স নোট ৮ আই-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনের ঠিক পরেই রাখা হয়েছে যা ফোনটি আনলক করা সহজ করে দিবে।

ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ দৃষ্টিনন্দন ডিজাইন ও টেকসই বডির একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরা ছাড়াও পেছনের অংশে একটি ২ এমপি ডেপথ ক্যামেরা এবং ২ মেগাপিক্সলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত রয়েছে। ফোনাটির সম্মুখভাগে, আল্ট্রা নাইট ভিশনসহ পাঞ্চহোল কাটআউটের ভিতরে বসানো ৮ এমপির সেলফি ক্যুটার দিয়ে কম আলোতে উজ্জ্বল ছবি তোলা যাবে। ডিভাইসটিতে বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে। ইনফিনিক্সের নিজস্ব এআই অ্যালগরিদম চালিত নোট ৮ আই ফোনটিতে থাকা আই-ট্রেকিং অটোফোকাস ছবিগুলোকে আরো স্বাভাবিকভাবে ফুটিয়ে তোলবে।

ডিভাইসটি বিশেষত গেমারদের টার্গেট করে তৈরি করা হয়েছে। মাল্টিটাস্কিং এবং দ্রুত কাজ করার সুবিধা দিতে এবং ব্যবহারকারীদের ফাইল, গেমস, অ্যাপস এবং মিডিয়া ফাইল জমা রাখার জন্য ইনফিনিক্স নোট ৮ আই তে ৬৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে একটি অতিরিক্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

ফোনটিতে ‘পাওয়ার ম্যারাথন প্রযুক্তির’ ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এতে থাকা টাইপ-সি পোর্টের চার্জিং পয়েন্টের মাধ্যমে ১৮ডব্লিউ সুপার ফাস্ট সুবিধা পাওয়া যাবে। কনেক্টিভিটির ক্ষেত্রে ইনফিনিক্স নোট ৮ আই ফোনটিতে ওয়াই-ফাই ৮০২.১১, জিপিএস, মোবাইল হটস্পট, ব্লুটুথ ভি ৫.০০, ইউএসবি ওটিজি, ইউএসবি টাইপ-সি, ৩জি, ৪জি এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। বাংলাদেশের বাজারে ১৪,৯৯০ টাকায় আইস ডায়মন্ড, ওবিসিডিয়ান ব্ল্যাক এবং ট্রাংকুইল ব্লু রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।