পতনের ১০টির মধ্যে নয়টিই বীমা খাতের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু বীমা কোম্পানির শেয়ার দামে ধস নেমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ ১০টি স্থানের নয়টিই দখল করেছে বীমা খাতের কোম্পানিগুলো। অবশ্য এমন দরতপনের আগে এ বীমা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছিল।

পতনের তালিকায় বীমা কোম্পানির দাপট দেখানোর সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড (ভিএএমএলআরবিবিএফ)। বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ডিএসইতে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে মিউচ্যুয়াল ফান্ডটি। তবে পরের নয়টি স্থানেই রয়েছে বীমা কোম্পানি। গত সপ্তাহজুড়ে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের দাম কমেছে ২৩ দশমিক ৭১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৯ টাকা ৭০ পয়সা।

গত সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের পরই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৫৩ শতাংশ। ১২ দশমিক ৪০ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬৭ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮ দশমিক শূন্য ৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৯৮ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭৭ শতাংশ দাম কমেছে।

রবিবার, ১৪ মার্চ ২০২১ , ২৯ ফাল্গুন ১৪২৭ ২৯ রজব ১৪৪২

পতনের ১০টির মধ্যে নয়টিই বীমা খাতের

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু বীমা কোম্পানির শেয়ার দামে ধস নেমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ ১০টি স্থানের নয়টিই দখল করেছে বীমা খাতের কোম্পানিগুলো। অবশ্য এমন দরতপনের আগে এ বীমা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছিল।

পতনের তালিকায় বীমা কোম্পানির দাপট দেখানোর সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড (ভিএএমএলআরবিবিএফ)। বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ডিএসইতে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে মিউচ্যুয়াল ফান্ডটি। তবে পরের নয়টি স্থানেই রয়েছে বীমা কোম্পানি। গত সপ্তাহজুড়ে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের দাম কমেছে ২৩ দশমিক ৭১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৯ টাকা ৭০ পয়সা।

গত সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের পরই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৫৩ শতাংশ। ১২ দশমিক ৪০ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬৭ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮ দশমিক শূন্য ৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৯৮ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭৭ শতাংশ দাম কমেছে।