ব্যাংকের ডিভিডেন্ডের খবরের পরও শেয়ারবাজারে পতন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো শেয়ারের বিপরীতে তার শেয়ারহোল্ডারদের আরও বেশি লভ্যাংশ দিতে পারবে-এমন খবরে দিনের প্রথমদিকে শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছিল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এই উত্থান শেষ পর্যন্ত অব্যহত থাকেনি। সূচক সামান্য উত্থান হলেও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৬.৪০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৬.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬১.৬৫ পয়েন্ট, ২১১১.৮৬ পয়েন্ট এবং ১১৭৬.৫৮ পয়েন্টে। গতকাল ডিএসই ৬৯৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৪ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির বা ২৯.২০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯,৩৯ শতাংশের এবং ১১৪টির বা ৩১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭.৭৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১০৩টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে দাপট দেখিয়েছে ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ডিএসইর ব্লকে যে লেনদেন হয়েছে তার ৬১ শতাংশই দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। এদিন ডিএসইর ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর ১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৬১৭টি শেয়ার ৩৫ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে আল-আরফাহ ইসলামী ব্যাংকের ৯৩ লাখ ৪২ হাজার ৭৫০টি শেয়ার ২১ কোটি ৩৯ লাখ ৪৯ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ ডিএসইর ব্লক মার্কেটের লেনদেনের ৬০ দশমিক ৮০ শতাংশই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারের।

দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ইনস্যুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ১ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকা, গ্রামীণফোনের ৯৮ লাখ ৩৮ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮৫ কোটি ৪২ লাখ টাকা, জিবিবি পাওয়ারের ৮০ কোটি ৩৩ লাখ টাকা, লাফার্জহোলসিমের ৬৬ কোটি ৬৯ লাখ টকা এবং জিনেক্স ইনফোসিসের ৫১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি প্রতিষ্ঠানগুলোর এককভাবে ৫০ লাখ টাকার কম লেনদেন হয়েছে। এরমধ্যে ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ৯০ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৩২ হাজার, সোনালী পেপারের ২৭ লাখ ৪৮ হাজার টাকা, এসকে ট্রিমসের ২৫ লাখ ২৭ হাজার টাকা, শাশা ডেনিমসের ১৮ লাখ ৩৬ হাজার টাকা এবং এসএস স্টিলের ১৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এককভাবে ১৫ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১৩ লাখ ৬১ হাজার টাকা, ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডের ১০ লাখ ৫৫ হাজার টাকা, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১০ লাখ ৪৭ হাজার টাকা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১০ লাখ ৩৪ হাজার টাকা, নিউ লাইন ক্লোথিংয়ের ৮ লাখ ৫০ হাজার টাকা, এএফসি এগ্রোর ৮ লাখ ২৫ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৬ লাখ ৭৮ হাজার টাকা, সিলকো ফার্মার ৬ লাখ ৫৭ হাজার টাকা, কোহিনুর কেমিক্যালের ৬ লাখ ৩০ হাজার টাকা, আরএসআরএম স্টিলের ৬ লাখ ৩ হাজার টাকা, সিলভা ফার্মার ৫ লাখ ৮২ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৫৭ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ৫৫ হাজার টাকা, সমতা লেদারের ৫ লাখ ১৯ হাজার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১২ হাজার টাকা, সি পাল বিচ রিসোর্টের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৯.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপসের। গত সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৭.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসই টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ৮.৮৪ শতাংশ, সিলকো ফার্মার ৭.১৪ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৫.৩৫ শতাংশ, রহিমা ফুডের ৫.১২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৯৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৭৮ শতাংশ, ফাইন ফুডসের ৪.৬৯ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৪.১৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৩৯.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লুব-ররফ বাংলাদেশ লিমিটেডের। গত সোমবার লুব-রেফের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৬.৪৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে লুব-রেফ ডিএসই টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসির ৪.৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৪.০৫ শতাংশ, ইজেনারেশনের ৩.৯৬ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৩.৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৩.৬১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৪৮ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর ৩.৪৪ শতাংশ কমেছে।

বুধবার, ১৭ মার্চ ২০২১ , ৩ চৈত্র ১৪২৭ ২ শাবান ১৪৪২

ব্যাংকের ডিভিডেন্ডের খবরের পরও শেয়ারবাজারে পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো শেয়ারের বিপরীতে তার শেয়ারহোল্ডারদের আরও বেশি লভ্যাংশ দিতে পারবে-এমন খবরে দিনের প্রথমদিকে শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছিল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এই উত্থান শেষ পর্যন্ত অব্যহত থাকেনি। সূচক সামান্য উত্থান হলেও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৬.৪০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৬.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬১.৬৫ পয়েন্ট, ২১১১.৮৬ পয়েন্ট এবং ১১৭৬.৫৮ পয়েন্টে। গতকাল ডিএসই ৬৯৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৪ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির বা ২৯.২০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯,৩৯ শতাংশের এবং ১১৪টির বা ৩১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭.৭৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১০৩টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে দাপট দেখিয়েছে ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ডিএসইর ব্লকে যে লেনদেন হয়েছে তার ৬১ শতাংশই দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। এদিন ডিএসইর ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর ১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৬১৭টি শেয়ার ৩৫ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে আল-আরফাহ ইসলামী ব্যাংকের ৯৩ লাখ ৪২ হাজার ৭৫০টি শেয়ার ২১ কোটি ৩৯ লাখ ৪৯ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ ডিএসইর ব্লক মার্কেটের লেনদেনের ৬০ দশমিক ৮০ শতাংশই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারের।

দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ইনস্যুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ১ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকা, গ্রামীণফোনের ৯৮ লাখ ৩৮ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮৫ কোটি ৪২ লাখ টাকা, জিবিবি পাওয়ারের ৮০ কোটি ৩৩ লাখ টাকা, লাফার্জহোলসিমের ৬৬ কোটি ৬৯ লাখ টকা এবং জিনেক্স ইনফোসিসের ৫১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি প্রতিষ্ঠানগুলোর এককভাবে ৫০ লাখ টাকার কম লেনদেন হয়েছে। এরমধ্যে ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ৯০ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৩২ হাজার, সোনালী পেপারের ২৭ লাখ ৪৮ হাজার টাকা, এসকে ট্রিমসের ২৫ লাখ ২৭ হাজার টাকা, শাশা ডেনিমসের ১৮ লাখ ৩৬ হাজার টাকা এবং এসএস স্টিলের ১৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এককভাবে ১৫ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১৩ লাখ ৬১ হাজার টাকা, ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডের ১০ লাখ ৫৫ হাজার টাকা, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১০ লাখ ৪৭ হাজার টাকা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১০ লাখ ৩৪ হাজার টাকা, নিউ লাইন ক্লোথিংয়ের ৮ লাখ ৫০ হাজার টাকা, এএফসি এগ্রোর ৮ লাখ ২৫ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৬ লাখ ৭৮ হাজার টাকা, সিলকো ফার্মার ৬ লাখ ৫৭ হাজার টাকা, কোহিনুর কেমিক্যালের ৬ লাখ ৩০ হাজার টাকা, আরএসআরএম স্টিলের ৬ লাখ ৩ হাজার টাকা, সিলভা ফার্মার ৫ লাখ ৮২ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৫৭ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ৫৫ হাজার টাকা, সমতা লেদারের ৫ লাখ ১৯ হাজার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১২ হাজার টাকা, সি পাল বিচ রিসোর্টের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৯.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপসের। গত সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৭.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসই টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ৮.৮৪ শতাংশ, সিলকো ফার্মার ৭.১৪ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৫.৩৫ শতাংশ, রহিমা ফুডের ৫.১২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৯৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৭৮ শতাংশ, ফাইন ফুডসের ৪.৬৯ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৪.১৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৩৯.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লুব-ররফ বাংলাদেশ লিমিটেডের। গত সোমবার লুব-রেফের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৬.৪৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে লুব-রেফ ডিএসই টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসির ৪.৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৪.০৫ শতাংশ, ইজেনারেশনের ৩.৯৬ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৩.৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৩.৬১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৪৮ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর ৩.৪৪ শতাংশ কমেছে।