ই-ওয়ালেট ‘ক্যাশবাবা’ চালু করল রিকারশন ফিনটেক

রিকারশন ফিনটেক লিমিটেড একটি অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যাশবাবা নামক একটি অত্যাধুনিক ফিনটেক সার্ভিস চালু করে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিকারশন ফিনটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন, চিফ মার্কেটিং অফিসার ও ডিরেক্টর মো. শাহেদ উল্লাহ শাহেদসহ কোম্পানির সব কর্মকর্তারা ও কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংক বিগত ২০২০ সালের ২৪ মার্চ রিকারশন ফিনটেক লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে পূর্ণ লাইসেন্স প্রদান করে। রিকারশন ই-ওয়ালেট, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সুইচ এবং কার্ড স্কিম-এর সঙ্গে সংযুক্ত সিএমএস সফটওয়্যারসমূহ তৈরি করে যা চঈও-উঝঝ, ওঝঙ এবং ঊগঠঈড় বর্ণিত মানদ- নিশ্চিত করে।

শুক্রবার, ২৬ মার্চ ২০২১ , ১২ চৈত্র ১৪২৭ ১১ শাবান ১৪৪২

ই-ওয়ালেট ‘ক্যাশবাবা’ চালু করল রিকারশন ফিনটেক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

রিকারশন ফিনটেক লিমিটেড একটি অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যাশবাবা নামক একটি অত্যাধুনিক ফিনটেক সার্ভিস চালু করে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিকারশন ফিনটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন, চিফ মার্কেটিং অফিসার ও ডিরেক্টর মো. শাহেদ উল্লাহ শাহেদসহ কোম্পানির সব কর্মকর্তারা ও কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংক বিগত ২০২০ সালের ২৪ মার্চ রিকারশন ফিনটেক লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে পূর্ণ লাইসেন্স প্রদান করে। রিকারশন ই-ওয়ালেট, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সুইচ এবং কার্ড স্কিম-এর সঙ্গে সংযুক্ত সিএমএস সফটওয়্যারসমূহ তৈরি করে যা চঈও-উঝঝ, ওঝঙ এবং ঊগঠঈড় বর্ণিত মানদ- নিশ্চিত করে।