অক্সিজেন সেবা দিচ্ছে ‘নাগরিক নিঃশ্বাস’

মুন্সীগঞ্জে ‘নাগরিক নিঃশ্বাস’ নামে একটি ইভেন্টে কাজ করছে প্রায় অর্ধশতাধিক সেচ্ছাসেবক। যারা প্রত্যেকে বিভিন্ন সামাজিক কাজ ও নাট্যচর্চার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। কারো শ্বাস কষ্ট হওয়ার খবর পেলেই তারা ফোনে রোগীর নাম-ঠিকানা নিয়ে তাৎক্ষণিক ছুটে যাচ্ছেন সেখানে। রোগীর কাছে পৌঁছেদেন বিনামূল্যের অক্সিজেন। এভাবেই এই বিপদগ্রস্ত সময়ে দিন-রাত ২৪ ঘণ্টা মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে ‘নাগরিক নিঃশ্বাস’। মুন্সীগঞ্জের মানুষকে করোনার সময়ে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা নিশ্চিত করতে যৌথভাবে ইভেন্টটি পরিচালনা করছে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদ ও একই বৃত্তে পঁচিশ নামের দুটি সামাজিক সংগঠন। অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করছেন জিপিএইচ গ্রুপ। এ বিষয়ে একই বৃত্তে পঁচিশের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মু. সোহেল রানা রানু বলেন, ‘প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আমরা বিনামূল্যে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’ মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুজন হায়দার জনি জানান, বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা জিপিএইচ গ্রুপ আমাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের সঙ্গে মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অন্তত অর্ধশতাধিক সেচ্ছাসেবক কাজ করছে। প্রথমে সেবাটি মুন্সীগঞ্জ শহর কেন্দ্রিক থাকলেও বর্তমানে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলায় সেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে।

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

অক্সিজেন সেবা দিচ্ছে ‘নাগরিক নিঃশ্বাস’

বিনোদন প্রতিবেদক |

image

মুন্সীগঞ্জে ‘নাগরিক নিঃশ্বাস’ নামে একটি ইভেন্টে কাজ করছে প্রায় অর্ধশতাধিক সেচ্ছাসেবক। যারা প্রত্যেকে বিভিন্ন সামাজিক কাজ ও নাট্যচর্চার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। কারো শ্বাস কষ্ট হওয়ার খবর পেলেই তারা ফোনে রোগীর নাম-ঠিকানা নিয়ে তাৎক্ষণিক ছুটে যাচ্ছেন সেখানে। রোগীর কাছে পৌঁছেদেন বিনামূল্যের অক্সিজেন। এভাবেই এই বিপদগ্রস্ত সময়ে দিন-রাত ২৪ ঘণ্টা মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে ‘নাগরিক নিঃশ্বাস’। মুন্সীগঞ্জের মানুষকে করোনার সময়ে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা নিশ্চিত করতে যৌথভাবে ইভেন্টটি পরিচালনা করছে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদ ও একই বৃত্তে পঁচিশ নামের দুটি সামাজিক সংগঠন। অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করছেন জিপিএইচ গ্রুপ। এ বিষয়ে একই বৃত্তে পঁচিশের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মু. সোহেল রানা রানু বলেন, ‘প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আমরা বিনামূল্যে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’ মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুজন হায়দার জনি জানান, বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা জিপিএইচ গ্রুপ আমাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের সঙ্গে মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অন্তত অর্ধশতাধিক সেচ্ছাসেবক কাজ করছে। প্রথমে সেবাটি মুন্সীগঞ্জ শহর কেন্দ্রিক থাকলেও বর্তমানে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলায় সেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে।