শুটিং থেকে বিরত রয়েছেন পূর্ণিমা

দুই দফায় টানা বেশ কয়েকদিন রাজধানীর অদূরে রাঙ্গামাটি রিসোর্টে রান্না বিষয়ক একটি রিয়েলিটি শো’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাছরাঙ্গা টিভিতে এরইমধ্যে ‘সেরা রাঁধুনি ১৪২৭’ নামে এই শো’টির প্রচারও শুরু হয়েছে। এই শো’র অন্যতম একজন বিচারক হিসাবে কাজ করছেন পূর্ণিমা। আয়োজনটির একটি বিশেষ পর্বে এ অভিনেত্রীর নিমন্ত্রণে সেখানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস, সাইমন সাদিক, সংগীতশিল্পী কতা, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নূসরাত ফারিয়া। তাদেরকে নিয়ে নির্মিত বিশেষ এ আয়োজনটি ঈদে প্রচার হবে বলে জানান পূর্ণিমা। এদিকে রিসোর্টে শুটিং চলাকালীন এক ফাঁকে তিনি ‘কৃষি পদক’ নামের একটি অনুষ্ঠানে উপস্থপনাও করেছেন। এতে তার সঙ্গে উপস্থাপনা করেন ফেরদৌস। গত বছরের শেষদিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন এ নায়িকা। তখন তার অভিনীত ‘গাঙচিল’ ছবির শুটিং চলছিল। সুস্থ হয়ে ছবিটির শুটিংয়ে ফের অংশও নিয়েছেন। তবে বর্তমানে লকডাউনের কারণে আপাতত আর কোন শুটিং করছেন না তিনি। পূর্ণিমা বলেন, ‘এবারের করোনার ভয়াবহতা বেশি। তাই আমি চাই না আমার কারণে মা, মেয়ে কেউ আক্রান্ত হোক। আপাতত নিজ বাসাতেই আছি। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ করার কথা চিন্তা করব।’

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

শুটিং থেকে বিরত রয়েছেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক |

image

দুই দফায় টানা বেশ কয়েকদিন রাজধানীর অদূরে রাঙ্গামাটি রিসোর্টে রান্না বিষয়ক একটি রিয়েলিটি শো’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাছরাঙ্গা টিভিতে এরইমধ্যে ‘সেরা রাঁধুনি ১৪২৭’ নামে এই শো’টির প্রচারও শুরু হয়েছে। এই শো’র অন্যতম একজন বিচারক হিসাবে কাজ করছেন পূর্ণিমা। আয়োজনটির একটি বিশেষ পর্বে এ অভিনেত্রীর নিমন্ত্রণে সেখানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস, সাইমন সাদিক, সংগীতশিল্পী কতা, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নূসরাত ফারিয়া। তাদেরকে নিয়ে নির্মিত বিশেষ এ আয়োজনটি ঈদে প্রচার হবে বলে জানান পূর্ণিমা। এদিকে রিসোর্টে শুটিং চলাকালীন এক ফাঁকে তিনি ‘কৃষি পদক’ নামের একটি অনুষ্ঠানে উপস্থপনাও করেছেন। এতে তার সঙ্গে উপস্থাপনা করেন ফেরদৌস। গত বছরের শেষদিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন এ নায়িকা। তখন তার অভিনীত ‘গাঙচিল’ ছবির শুটিং চলছিল। সুস্থ হয়ে ছবিটির শুটিংয়ে ফের অংশও নিয়েছেন। তবে বর্তমানে লকডাউনের কারণে আপাতত আর কোন শুটিং করছেন না তিনি। পূর্ণিমা বলেন, ‘এবারের করোনার ভয়াবহতা বেশি। তাই আমি চাই না আমার কারণে মা, মেয়ে কেউ আক্রান্ত হোক। আপাতত নিজ বাসাতেই আছি। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ করার কথা চিন্তা করব।’