ঈদের নাটকে শিপন-সুবাহ

শিপন মিত্র ও চিত্রনায়িকা সুবাহ্ একসঙ্গে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। এরইমধ্যে সেই সিনেমার কাজও তারা শেষ করেছেন। এবার তারা একসঙ্গে একটি ঈড়ের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কারাতে বউ চাই’। নাটকটি নির্মাণ করেছেন সাদেক সিদ্দিকী, রচনা করেছেন মির্জা রাকিব। আগামী ঈদে চতুর্থদিন রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শিপন মিত্র বলেন, ‘এর আগেও আমি শ্রদ্ধেয় সাদেক সিদ্দিকী ভাইয়ের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার গল্প নির্বাচন এবং তার নির্দেশনায় আমার ভীষণ পছন্দের। নাটকটি কমেডি ঘরানার নাটক হলেও একটা ম্যাসেজ আছে। আশা করছি ভালো লাগবে।’

সুবাহ্ বলেন, ‘কারাতে বউ চাই, আমার অভিনীত দ্বিতীয় নাটক। কারাতের উপরই নাটকটির গল্প। আমি ধন্যবাদ জানাই সাদেক সিদ্দিকী ভাইকে এমন মজার একটি গল্পে আমাকে নির্বাচিত করার জন্য। নাটকে যারা কাজ করেছেন প্রত্যেকেই ভীষণ সহযোগিতা করেছেন।’ দুই বছর আগে পহেলা বৈশাখে প্রয়াত সেলিম খানের প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে সুবাহ্র প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’ প্রকাশিত হয়। ২০১৯ সালে প্লে-ব্যাক করতে গিয়েই তার অভিনয়ে আসার। শিপন মিত্র ও সুবাহ্’ এরইমধ্যে প্রায় শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এছাড়াও সুবাহ্ কাজ করছেন আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমায়।

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

ঈদের নাটকে শিপন-সুবাহ

বিনোদন প্রতিবেদক |

image

শিপন মিত্র ও চিত্রনায়িকা সুবাহ্ একসঙ্গে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। এরইমধ্যে সেই সিনেমার কাজও তারা শেষ করেছেন। এবার তারা একসঙ্গে একটি ঈড়ের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কারাতে বউ চাই’। নাটকটি নির্মাণ করেছেন সাদেক সিদ্দিকী, রচনা করেছেন মির্জা রাকিব। আগামী ঈদে চতুর্থদিন রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শিপন মিত্র বলেন, ‘এর আগেও আমি শ্রদ্ধেয় সাদেক সিদ্দিকী ভাইয়ের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার গল্প নির্বাচন এবং তার নির্দেশনায় আমার ভীষণ পছন্দের। নাটকটি কমেডি ঘরানার নাটক হলেও একটা ম্যাসেজ আছে। আশা করছি ভালো লাগবে।’

সুবাহ্ বলেন, ‘কারাতে বউ চাই, আমার অভিনীত দ্বিতীয় নাটক। কারাতের উপরই নাটকটির গল্প। আমি ধন্যবাদ জানাই সাদেক সিদ্দিকী ভাইকে এমন মজার একটি গল্পে আমাকে নির্বাচিত করার জন্য। নাটকে যারা কাজ করেছেন প্রত্যেকেই ভীষণ সহযোগিতা করেছেন।’ দুই বছর আগে পহেলা বৈশাখে প্রয়াত সেলিম খানের প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে সুবাহ্র প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’ প্রকাশিত হয়। ২০১৯ সালে প্লে-ব্যাক করতে গিয়েই তার অভিনয়ে আসার। শিপন মিত্র ও সুবাহ্’ এরইমধ্যে প্রায় শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এছাড়াও সুবাহ্ কাজ করছেন আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমায়।