আজ ৫০০ পর্বে চিটিং মাস্টার

সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় আরটিভিতে সপ্তাহের প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয়ে আসছে ধারাবাকি নাটক ‘চিটিং মাস্টার’। এর ৫০০তম পর্ব প্রচার হবে আজ। আগামী ৫১২তম পর্বেই শেষ হয়ে আসছে ‘চিটিং মাস্টার’। নাটকটির পরিচালক সঞ্জিত সরকার এ প্রসঙ্গে বলেন, ‘শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আরটিভি কর্তৃপক্ষের প্রতি, নাটকে আমার সহকারী’সহ পুরো ইউনিটের প্রতি। বিভিন্ন সময়ে যারা এই নাটকে অভিনয় করেছেন তাদের প্রতি, আমার পরিবারের প্রতি এবং সর্বোপরি আমার নাটকের যারা নিয়মিত দর্শক তাদের প্রতি। সকলের সহযোগিতাতেই একটি নাটক পাঁচশো পর্বের অধিক পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়। শিগগিরই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকের মধ্যে ফিরব আমি।’

শুরু থেকেই এই নাটকের সঙ্গে সম্পৃক্ত আছেন সালহা খানম নাদিয়া। নাদিয়া বলেন, ‘চিটিং মাস্টার-এ অভিনয়ের জন্য আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দু’বার আরটিভি স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। তাই এই নাটকের প্রতি রয়েছে আমার অগাধ ভালোবাসা। মাঝখানে শুনেছিলাম শেষ হয়ে যাবে। পরে আবার এ রপর্ব বাড়ানো হলো। কিন্তু এবার সত্যি সত্যিই শেষ হয়ে যাচ্ছে , তাই মনটা একটু খারাপ।’ নাটকটিতে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন মুনিরা ইউসুফ মেমী, আখম হাসান, আরফান আহমেদ, সাজু খাদেম, নিলয় আলমগীর, মৌসুমী হামিদ, আইরিন তানি, ফারহানা মিলি, শামীমা তুষ্টিসহ আরও অনেকে।

শনিবার, ০১ মে ২০২১ , ১৯ বৈশাখ ১৪২৮ ১৯ রমজান ১৪৪২

আজ ৫০০ পর্বে চিটিং মাস্টার

বিনোদন প্রতিবেদক |

image

সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় আরটিভিতে সপ্তাহের প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয়ে আসছে ধারাবাকি নাটক ‘চিটিং মাস্টার’। এর ৫০০তম পর্ব প্রচার হবে আজ। আগামী ৫১২তম পর্বেই শেষ হয়ে আসছে ‘চিটিং মাস্টার’। নাটকটির পরিচালক সঞ্জিত সরকার এ প্রসঙ্গে বলেন, ‘শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আরটিভি কর্তৃপক্ষের প্রতি, নাটকে আমার সহকারী’সহ পুরো ইউনিটের প্রতি। বিভিন্ন সময়ে যারা এই নাটকে অভিনয় করেছেন তাদের প্রতি, আমার পরিবারের প্রতি এবং সর্বোপরি আমার নাটকের যারা নিয়মিত দর্শক তাদের প্রতি। সকলের সহযোগিতাতেই একটি নাটক পাঁচশো পর্বের অধিক পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়। শিগগিরই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকের মধ্যে ফিরব আমি।’

শুরু থেকেই এই নাটকের সঙ্গে সম্পৃক্ত আছেন সালহা খানম নাদিয়া। নাদিয়া বলেন, ‘চিটিং মাস্টার-এ অভিনয়ের জন্য আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দু’বার আরটিভি স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। তাই এই নাটকের প্রতি রয়েছে আমার অগাধ ভালোবাসা। মাঝখানে শুনেছিলাম শেষ হয়ে যাবে। পরে আবার এ রপর্ব বাড়ানো হলো। কিন্তু এবার সত্যি সত্যিই শেষ হয়ে যাচ্ছে , তাই মনটা একটু খারাপ।’ নাটকটিতে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন মুনিরা ইউসুফ মেমী, আখম হাসান, আরফান আহমেদ, সাজু খাদেম, নিলয় আলমগীর, মৌসুমী হামিদ, আইরিন তানি, ফারহানা মিলি, শামীমা তুষ্টিসহ আরও অনেকে।