‘কৃষকের ঈদ আনন্দ’

কৃষকের হাসি-কান্না নিয়ে প্রতি ঈদে গল্প গাঁথেন শাইখ সিরাজ তার ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে। গ্রামীণ খেলাধুলার অনাবিল আনন্দে মাতিয়ে তুলেন বাংলার কৃষকদের। পাশাপাশি থাকে ক্যামেরার লেন্সে তুলে আনা দেশ-বিদেশের বিস্ময়কর নানা গল্প। এবারের ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। পৃথিবী জুড়ে মহামারীর তা-বেও আশার প্রদীপ হয়ে জ্বলছে কৃষক। আমাদের খাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাওয়া এই জাতির ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বীবিত করতে এই ঈদে চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। জানা গেছে এবারের আয়োজন আর সব আয়োজন থেকে একেবারে ভিন্ন। এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’- হবে জেলায় জেলায় লড়াই।

শনিবার, ০৮ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

‘কৃষকের ঈদ আনন্দ’

image

কৃষকের হাসি-কান্না নিয়ে প্রতি ঈদে গল্প গাঁথেন শাইখ সিরাজ তার ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে। গ্রামীণ খেলাধুলার অনাবিল আনন্দে মাতিয়ে তুলেন বাংলার কৃষকদের। পাশাপাশি থাকে ক্যামেরার লেন্সে তুলে আনা দেশ-বিদেশের বিস্ময়কর নানা গল্প। এবারের ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। পৃথিবী জুড়ে মহামারীর তা-বেও আশার প্রদীপ হয়ে জ্বলছে কৃষক। আমাদের খাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাওয়া এই জাতির ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বীবিত করতে এই ঈদে চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। জানা গেছে এবারের আয়োজন আর সব আয়োজন থেকে একেবারে ভিন্ন। এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’- হবে জেলায় জেলায় লড়াই।