‘প্রজেক্ট ইউসুফিয়ানা’র দ্বিতীয় গান

এ প্রজন্মের কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান নবীন শিল্পীদের নিয়ে গানের নতুন একটি প্রজেক্ট শুরু করেছেন। নাম দিয়েছেন ‘প্রজেক্ট ইউসুফিয়ানা’। এ প্রজেক্টের আওতায় সম্প্রতি দ্বিতীয় গান রেকর্ড করলেন তিনি। গানের শিরোনাম ‘চোখ বলে’। এটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ ও সুর সংগীত করেছেন ইউসুফ আহমেদ খান। সংগীতায়োজন করেছে সাউন্ডহ্যাকার। এটি গেয়েছেন ইমতিয়াজ আহমেদ খান ও তাহিয়া জামান। এরই মধ্যে গানটি ‘ওয়াই বিটস’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি উৎসর্গ করা হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে। এ গান প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘রিয়েলিট শোতে অংশ নেওয়ার সময়ই প্রথম মৌলিক গান করেছিলাম বাপ্পা মজুমদার দাদার সুরেই। গানটি ছিল এবার ছুটি পেলে। তাই তার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই গানটি তাকে উৎসর্গ করেছি।’

শনিবার, ০৮ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

‘প্রজেক্ট ইউসুফিয়ানা’র দ্বিতীয় গান

বিনোদন প্রতিবেদক |

image

এ প্রজন্মের কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান নবীন শিল্পীদের নিয়ে গানের নতুন একটি প্রজেক্ট শুরু করেছেন। নাম দিয়েছেন ‘প্রজেক্ট ইউসুফিয়ানা’। এ প্রজেক্টের আওতায় সম্প্রতি দ্বিতীয় গান রেকর্ড করলেন তিনি। গানের শিরোনাম ‘চোখ বলে’। এটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ ও সুর সংগীত করেছেন ইউসুফ আহমেদ খান। সংগীতায়োজন করেছে সাউন্ডহ্যাকার। এটি গেয়েছেন ইমতিয়াজ আহমেদ খান ও তাহিয়া জামান। এরই মধ্যে গানটি ‘ওয়াই বিটস’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি উৎসর্গ করা হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে। এ গান প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘রিয়েলিট শোতে অংশ নেওয়ার সময়ই প্রথম মৌলিক গান করেছিলাম বাপ্পা মজুমদার দাদার সুরেই। গানটি ছিল এবার ছুটি পেলে। তাই তার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই গানটি তাকে উৎসর্গ করেছি।’