ঈদে সায়েরার ‘ইতরপনা’

এবারের ঈদে মুক্তি পাচ্ছে ফোক শিল্পী সায়েরা রেজার লালন গান ‘ইতরপনা’। এ গানটির কাজ গত বছর শুরু হলেও করোনার কারণে প্রকাশিত হচ্ছে এই ঈদে। রক ফ্লেবারের এ গানটির মিউজিক কম্পোজিশন করেছেন নিউইয়র্কের ফয়সাল সরওয়ার এবং ঢাকার এম জে মিশু। নিউইয়র্কে চিত্রায়িত গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে চাঁদ রাতে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউসিক লাউঞ্জ থেকে। সায়েরা, সুফি ও ফোক গানের জন্যে পরিচিত হলেও লালন গানেও রয়েছে তাঁর দক্ষতা। এর আগে তার কন্ঠে প্রকাশিত লালন গানগুলোর মধ্যে আছে- কালার কথা, আড়শিনগর বেশ জনপ্রিয়তা। ইতরপনা গানটিও শ্রোতারা গ্রহণ কবে বলে শিল্পীর প্রত্যাশা। সায়েরা, পারিবারিক কারণে বর্তমানে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বাস করলেও দেশের মূলধারার সংগীতে সরব তিনি। গানের কাজে ঘুরে বেড়ান বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সম্প্রতি অ্যাওয়ার্ড গ্রহণ এবং একাধিক শো, সিনেমা, নাটক ও নতুন গানের কাজ সারতে একটানা প্রায় ৩ মাস দেশে থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই শিল্পী।

সোমবার, ১০ মে ২০২১ , ২৭ বৈশাখ ১৪২৮ ২৭ রমজান ১৪৪২

ঈদে সায়েরার ‘ইতরপনা’

বিনোদন প্রতিবেদক |

image

এবারের ঈদে মুক্তি পাচ্ছে ফোক শিল্পী সায়েরা রেজার লালন গান ‘ইতরপনা’। এ গানটির কাজ গত বছর শুরু হলেও করোনার কারণে প্রকাশিত হচ্ছে এই ঈদে। রক ফ্লেবারের এ গানটির মিউজিক কম্পোজিশন করেছেন নিউইয়র্কের ফয়সাল সরওয়ার এবং ঢাকার এম জে মিশু। নিউইয়র্কে চিত্রায়িত গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে চাঁদ রাতে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউসিক লাউঞ্জ থেকে। সায়েরা, সুফি ও ফোক গানের জন্যে পরিচিত হলেও লালন গানেও রয়েছে তাঁর দক্ষতা। এর আগে তার কন্ঠে প্রকাশিত লালন গানগুলোর মধ্যে আছে- কালার কথা, আড়শিনগর বেশ জনপ্রিয়তা। ইতরপনা গানটিও শ্রোতারা গ্রহণ কবে বলে শিল্পীর প্রত্যাশা। সায়েরা, পারিবারিক কারণে বর্তমানে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বাস করলেও দেশের মূলধারার সংগীতে সরব তিনি। গানের কাজে ঘুরে বেড়ান বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সম্প্রতি অ্যাওয়ার্ড গ্রহণ এবং একাধিক শো, সিনেমা, নাটক ও নতুন গানের কাজ সারতে একটানা প্রায় ৩ মাস দেশে থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই শিল্পী।