মাছরাঙায় টেলিফিল্ম ‘বিলাই রাশি’

মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় আজ ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে টেলিফিল্ম ‘বিলাই রাশি’। এতে অভিনয় করেছেন, মিশু সাব্বির, শাহতাজ প্রমুখ।

ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭টা ৩০ মি.। গল্পে দেখা যাবে, কুকুর বিড়ালে এলার্জি আছে রাজীবের। কারো বাসায় এসব প্রাণী থাকলে সে যায় না। কিন্তু নিতুর সঙ্গে তার বিয়ে হওয়ার পর মহাবিপাকে পড়েছে সে। নিতু খুব বিড়ালপ্রেমী। তার আদরের বিড়ালের নাম ইমা। বিয়ের দিন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ইমাকে সঙ্গে নিয়ে যায়। রাজীব বাসর ঘরে প্রবেশ করার পর সুন্দর একটা মুহূর্ত কাটানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বিড়াল এসে লাফিয়ে পড়ে তার কোলে। রাজিব ভয়ে খাটের নিচে ঢুকে যায়। সে এক হুলস্থূল কা-। বাসর রাত থেকে শুরু হয় রাজীবের দৌড়। বিড়ালকে খাওয়ানো, গোসল করানো, ঘুরতে নিয়ে যাওয়া-সবমিলিয়ে রাজীবের পাশাপাশি তার পুরো পরিবার দৌড়ের ওপর থাকে। বিড়ালের কর্মকা-ে বাড়ির সবাই অস্থির। প্রতিবেশীরাও বিড়াল নিয়ে নিয়মিত অভিযোগ করে। কিন্তু নিতু নির্বিকার। একদিন সকালে ইমাকে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে রাজীবকে নিয়ে থানায় যায় নিতু। পুলিশ বিষয়টাকে কোন গুরুত্ব দেয়নি। কিন্তু নিতু চুপ থাকতে রাজি না। সে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, রাস্তায় রাস্তায় পোস্টার লাগায়, ফেসবুকে পোস্ট দেয়। কিছুতেই কাজ হয় না। ইমার চিন্তায় এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে নিতু। এরপর আরও অনেক ঘটনা।

বৃহস্পতিবার, ২০ মে ২০২১ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ৭ শাওয়াল ১৪৪২

মাছরাঙায় টেলিফিল্ম ‘বিলাই রাশি’

বিনোদন প্রতিবেদক |

image

মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় আজ ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে টেলিফিল্ম ‘বিলাই রাশি’। এতে অভিনয় করেছেন, মিশু সাব্বির, শাহতাজ প্রমুখ।

ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭টা ৩০ মি.। গল্পে দেখা যাবে, কুকুর বিড়ালে এলার্জি আছে রাজীবের। কারো বাসায় এসব প্রাণী থাকলে সে যায় না। কিন্তু নিতুর সঙ্গে তার বিয়ে হওয়ার পর মহাবিপাকে পড়েছে সে। নিতু খুব বিড়ালপ্রেমী। তার আদরের বিড়ালের নাম ইমা। বিয়ের দিন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ইমাকে সঙ্গে নিয়ে যায়। রাজীব বাসর ঘরে প্রবেশ করার পর সুন্দর একটা মুহূর্ত কাটানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বিড়াল এসে লাফিয়ে পড়ে তার কোলে। রাজিব ভয়ে খাটের নিচে ঢুকে যায়। সে এক হুলস্থূল কা-। বাসর রাত থেকে শুরু হয় রাজীবের দৌড়। বিড়ালকে খাওয়ানো, গোসল করানো, ঘুরতে নিয়ে যাওয়া-সবমিলিয়ে রাজীবের পাশাপাশি তার পুরো পরিবার দৌড়ের ওপর থাকে। বিড়ালের কর্মকা-ে বাড়ির সবাই অস্থির। প্রতিবেশীরাও বিড়াল নিয়ে নিয়মিত অভিযোগ করে। কিন্তু নিতু নির্বিকার। একদিন সকালে ইমাকে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে রাজীবকে নিয়ে থানায় যায় নিতু। পুলিশ বিষয়টাকে কোন গুরুত্ব দেয়নি। কিন্তু নিতু চুপ থাকতে রাজি না। সে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, রাস্তায় রাস্তায় পোস্টার লাগায়, ফেসবুকে পোস্ট দেয়। কিছুতেই কাজ হয় না। ইমার চিন্তায় এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে নিতু। এরপর আরও অনেক ঘটনা।