নিজের চ্যানেলে চমক তারার প্রথম গান

মঞ্চ ও টিভি নাটকের অভিনেত্রী চমক তারা চাঁদ রাতে তার নিজের ইউটিউব চ্যানেলে প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এর শিরোনাম ‘আসো না আমার বুকে আসো না’। ‘আসো না আমার বুকে আসো না’ গানটি লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজনীন নাজু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন প্রিন্স খান। এতে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল হাসান। গানটি প্রসঙ্গে চমক তারা বলেন, ‘শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে রোজার আগে গানটি প্রকাশ করতে পারিনি। কিন্তু আমার কিছু শুভাকাক্সক্ষী আছেন যারা গানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের ভাবনা এবং আমার ভক্ত দর্শকের কথা মাথায় রেখেঈ চাঁদ রাতে গানটি প্রকাশ করি। নাজনীন নাজু গানটি অসাধারণ গেয়েছেন। ধনব্যাদ ফিরোজ প্লাবন ভাইকে সময়োপযোগী একটি গান করার জন্য। গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। আমার ইচ্ছে আছে আগামীতে আরও কিছু সুন্দর মিউজিক ভিডিও আমার চ্যানেলে প্রকাশের।’ এদিকে গেল ২৫ মার্চ রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যায় চমক তারা অভিনীত ‘কাল রাত্রি’ নাটকটির মঞ্চায়ন হয়। এই নাটকের গল্পের প্রধান দুটি কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করেন চমক তারা। মঞ্চে চমক তারা’র অভিনিত অন্যান্য নাটকগুলো হচ্ছে- ‘জনমাঙ্ক’, ‘বেদের মেয়ে’, ‘গুনজান বিবির পালা’ নাটকেও।

শনিবার, ২২ মে ২০২১ , ৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ৯ শাওয়াল ১৪৪২

নিজের চ্যানেলে চমক তারার প্রথম গান

image

মঞ্চ ও টিভি নাটকের অভিনেত্রী চমক তারা চাঁদ রাতে তার নিজের ইউটিউব চ্যানেলে প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এর শিরোনাম ‘আসো না আমার বুকে আসো না’। ‘আসো না আমার বুকে আসো না’ গানটি লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজনীন নাজু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন প্রিন্স খান। এতে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল হাসান। গানটি প্রসঙ্গে চমক তারা বলেন, ‘শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে রোজার আগে গানটি প্রকাশ করতে পারিনি। কিন্তু আমার কিছু শুভাকাক্সক্ষী আছেন যারা গানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের ভাবনা এবং আমার ভক্ত দর্শকের কথা মাথায় রেখেঈ চাঁদ রাতে গানটি প্রকাশ করি। নাজনীন নাজু গানটি অসাধারণ গেয়েছেন। ধনব্যাদ ফিরোজ প্লাবন ভাইকে সময়োপযোগী একটি গান করার জন্য। গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। আমার ইচ্ছে আছে আগামীতে আরও কিছু সুন্দর মিউজিক ভিডিও আমার চ্যানেলে প্রকাশের।’ এদিকে গেল ২৫ মার্চ রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যায় চমক তারা অভিনীত ‘কাল রাত্রি’ নাটকটির মঞ্চায়ন হয়। এই নাটকের গল্পের প্রধান দুটি কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করেন চমক তারা। মঞ্চে চমক তারা’র অভিনিত অন্যান্য নাটকগুলো হচ্ছে- ‘জনমাঙ্ক’, ‘বেদের মেয়ে’, ‘গুনজান বিবির পালা’ নাটকেও।