শুটিংয়ে ফিরলেন ঊর্মিলা

শততম পর্বে ‘একশ’তে ১০০’

মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘একশতে ১০০’। আজ প্রচার হবে নাটকটির ১০০তম পর্ব। এদিকে ঈদের ছুটি শেষে গতকাল থেকে এই নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে। মুনতাহা বৃত্তা’র রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, তানিয়া আহমেদ, মিম মানতাশা, রুনা খান, উর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।

ঊর্মিলা গণমাধ্যমকে বলেন, ‘ঈদের ছুটি শেষে আবারও কাজ শুরু করছি। আজ ও আগামীকাল এই ধারাবাহিকটির শুটিং করবো। এরপর অন্য কাজগুলোর জন্য সময় দেব। ’

এই ধারাবাহিকটি ছাড়াও উর্মীলার হাতে আরো তিনটি ধারাবাহিক আছে। এগুলো হলো- ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্তূল’ ও ‘পরাধীন’। এবার ঈদেও বিভিন্ন চ্যানেলে একাধিক নাটকে দেখা গেছে তাকে। এরমধ্যে সহিদ উন নবীর ‘ফেকবুক’, মাহমুদ হাসান রানার ‘ব্যাচেলর বাবু’ ও ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’সহ কয়েকটি নাটকের জন্য বেশ সাড়া পান বলে জানান।

রবিবার, ২৩ মে ২০২১ , ৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ১০ শাওয়াল ১৪৪২

শুটিংয়ে ফিরলেন ঊর্মিলা

শততম পর্বে ‘একশ’তে ১০০’

বিনোদন প্রতিবেদক |

image

মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘একশতে ১০০’। আজ প্রচার হবে নাটকটির ১০০তম পর্ব। এদিকে ঈদের ছুটি শেষে গতকাল থেকে এই নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে। মুনতাহা বৃত্তা’র রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, তানিয়া আহমেদ, মিম মানতাশা, রুনা খান, উর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।

ঊর্মিলা গণমাধ্যমকে বলেন, ‘ঈদের ছুটি শেষে আবারও কাজ শুরু করছি। আজ ও আগামীকাল এই ধারাবাহিকটির শুটিং করবো। এরপর অন্য কাজগুলোর জন্য সময় দেব। ’

এই ধারাবাহিকটি ছাড়াও উর্মীলার হাতে আরো তিনটি ধারাবাহিক আছে। এগুলো হলো- ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্তূল’ ও ‘পরাধীন’। এবার ঈদেও বিভিন্ন চ্যানেলে একাধিক নাটকে দেখা গেছে তাকে। এরমধ্যে সহিদ উন নবীর ‘ফেকবুক’, মাহমুদ হাসান রানার ‘ব্যাচেলর বাবু’ ও ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’সহ কয়েকটি নাটকের জন্য বেশ সাড়া পান বলে জানান।