এলাকাভিত্তিক লকডাউনেও খোলা থাকবে ব্যাংক

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহানগর বা জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও খোলা থাকবে ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘœ রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বুধবার, ২৬ মে ২০২১ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৩ শাওয়াল ১৪৪২

এলাকাভিত্তিক লকডাউনেও খোলা থাকবে ব্যাংক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহানগর বা জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও খোলা থাকবে ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘœ রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।