চলচ্চিত্রে স্থায়ী হতে চান প্রিয়মনি

প্রিয়মনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ এর সেরা দশে জায়গা পেয়ে আলোচনায় এসে ডাক পান রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’ চলচ্চিত্রে। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনও বাকি আছে। তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির দ্বিতীয় সিনেমা ‘কসাই’ প্রথম সিনেমা। এবারের ঈদে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছেন প্রিয়মনির। প্রথম সিনেমা নিয়ে প্রিয়মনি বলেন, ‘প্রথম সিনেমা দিয়ে অভাবনীয় সাড়া পাচ্ছি। সত্যিই আমি অনেক বড় ভাগ্যবান। কেউ আমাকে চিনে না। ভালো করে কেউ নামটিও জানে না অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অভিনয়ের একের পর এক চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে সিনেমাপ্রেমীরা প্রশংসা করছেন। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তবে আমার অভিনিত প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অনেক ভালো লাগতো। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো সিনেমা হলে ‘কসাই’ মুক্তি পেত। তাহলে আরও বেশি সাড়া মিলতো।’ প্রিয়মনির এখন একটাই স্বপ্ন নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। চলচ্চিত্রেই স্থায়ী হতে চান তিনি।

বুধবার, ২৬ মে ২০২১ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৩ শাওয়াল ১৪৪২

চলচ্চিত্রে স্থায়ী হতে চান প্রিয়মনি

বিনোদন প্রতিবেদক |

image

প্রিয়মনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ এর সেরা দশে জায়গা পেয়ে আলোচনায় এসে ডাক পান রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’ চলচ্চিত্রে। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনও বাকি আছে। তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির দ্বিতীয় সিনেমা ‘কসাই’ প্রথম সিনেমা। এবারের ঈদে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছেন প্রিয়মনির। প্রথম সিনেমা নিয়ে প্রিয়মনি বলেন, ‘প্রথম সিনেমা দিয়ে অভাবনীয় সাড়া পাচ্ছি। সত্যিই আমি অনেক বড় ভাগ্যবান। কেউ আমাকে চিনে না। ভালো করে কেউ নামটিও জানে না অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অভিনয়ের একের পর এক চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে সিনেমাপ্রেমীরা প্রশংসা করছেন। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তবে আমার অভিনিত প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অনেক ভালো লাগতো। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো সিনেমা হলে ‘কসাই’ মুক্তি পেত। তাহলে আরও বেশি সাড়া মিলতো।’ প্রিয়মনির এখন একটাই স্বপ্ন নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। চলচ্চিত্রেই স্থায়ী হতে চান তিনি।