৮ বছর পর ‘গুলশান এভিনিউ সিজন-টু’

আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হয়েছিল মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। এবার নির্মাণ হচ্ছে ‘গুলশান এভিনিউ-সিজন টু’। গুলশানের একটি বাড়িতে সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন নিমা রহমান। নাটকটি রচনাও করেছেন তিনি। সংলাপ লিখেছেন পিয়ালী। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু, লাবণ্য লিজা, মিম চৌধুরী, মহাসহ অনেকে। শিগগিরই ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানা গেছে। এ নাটকের মাধ্যমে লম্বা বিরতির পর পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। তিনি বলেন, নতুন গল্প, নতুন বাড়ি নিয়ে নির্মাণ হচ্ছে ধারাবাহিকটি। আশা করছি, ‘গুলশান এভিনিউ’ এর মতো নাটকটির সিজন টুও দর্শকপ্রিয় হবে।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

৮ বছর পর ‘গুলশান এভিনিউ সিজন-টু’

বিনোদন প্রতিবেদক |

image

আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হয়েছিল মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। এবার নির্মাণ হচ্ছে ‘গুলশান এভিনিউ-সিজন টু’। গুলশানের একটি বাড়িতে সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন নিমা রহমান। নাটকটি রচনাও করেছেন তিনি। সংলাপ লিখেছেন পিয়ালী। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু, লাবণ্য লিজা, মিম চৌধুরী, মহাসহ অনেকে। শিগগিরই ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানা গেছে। এ নাটকের মাধ্যমে লম্বা বিরতির পর পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। তিনি বলেন, নতুন গল্প, নতুন বাড়ি নিয়ে নির্মাণ হচ্ছে ধারাবাহিকটি। আশা করছি, ‘গুলশান এভিনিউ’ এর মতো নাটকটির সিজন টুও দর্শকপ্রিয় হবে।