নির্মিত হচ্ছে ‘পোস্টমাস্টার’র সিক্যুয়াল ‘আ লেটার অব পোস্টমাস্টার’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প পোস্টমাস্টার। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিলেন রতন। কেন্দ্রীয় এই চরিত্রকে কেন্দ্র করে নিরিক্ষাধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়ালে একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম ‘আ লেটার অব পোস্টমাস্টার’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মন। এরই মধ্যে গত ২৩ মে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। চলচ্চিত্রটি আগামী ৭ আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীর দিনটিতে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা সুপিন বর্মন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি ও শাফাআট আনান। অন্যান চরিত্রে অভিনয় করেছেন সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী, উৎপল দত্ত, নিভা রাণী সরকার, মিজানুর রহমান, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম প্রমুখ। চলচ্চিত্রটির কারিগরি সহযোগিতায় প্রদান করেছে ‘অরীতি ক্রিয়েশন্স’ এবং প্রযোজনা করেছে ‘মৌনতা অডিও’ ভিজ্যুয়াল লিমিটেড। নির্মাতা সুপিন বর্মন জানান, এর আগে ২০১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টার অবলম্বনে নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “পোস্টমাস্টার”। সে সময় বেশ প্রশংসিত হয়েছিলেন দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে দুটি উৎসবে তিনি সেরা চলচ্চিত্রের পুরস্কার পান। সেই সফলতার ধারাবাহিকতায় পোস্টমাস্টারের সেই কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করেই নির্মাণ করছেন ‘আ লেটার অব পোস্টমাস্টার’। চলচ্চিত্রের গল্প সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, ‘গল্পের শুরুতে দেখা যাবে পোস্টমাস্টার কলকাতা চলে যাওয়ার ঠিক চার বছর পর কলকাতা থেকে রতনের নামে একটি চিঠি আসে, যেখানে রতনকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন পোস্টমাস্টার, কিন্তু ততক্ষণে রতন বিয়ের পিঁড়িতে, এরপর রতন বিয়ে করেছিল নাকি কলকাতায় গিয়েছিল তা দেখা যাবেক এখানে।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

নির্মিত হচ্ছে ‘পোস্টমাস্টার’র সিক্যুয়াল ‘আ লেটার অব পোস্টমাস্টার’

বিনোদন প্রতিবেদক |

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প পোস্টমাস্টার। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিলেন রতন। কেন্দ্রীয় এই চরিত্রকে কেন্দ্র করে নিরিক্ষাধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়ালে একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম ‘আ লেটার অব পোস্টমাস্টার’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মন। এরই মধ্যে গত ২৩ মে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। চলচ্চিত্রটি আগামী ৭ আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীর দিনটিতে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা সুপিন বর্মন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি ও শাফাআট আনান। অন্যান চরিত্রে অভিনয় করেছেন সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী, উৎপল দত্ত, নিভা রাণী সরকার, মিজানুর রহমান, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম প্রমুখ। চলচ্চিত্রটির কারিগরি সহযোগিতায় প্রদান করেছে ‘অরীতি ক্রিয়েশন্স’ এবং প্রযোজনা করেছে ‘মৌনতা অডিও’ ভিজ্যুয়াল লিমিটেড। নির্মাতা সুপিন বর্মন জানান, এর আগে ২০১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টার অবলম্বনে নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “পোস্টমাস্টার”। সে সময় বেশ প্রশংসিত হয়েছিলেন দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে দুটি উৎসবে তিনি সেরা চলচ্চিত্রের পুরস্কার পান। সেই সফলতার ধারাবাহিকতায় পোস্টমাস্টারের সেই কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করেই নির্মাণ করছেন ‘আ লেটার অব পোস্টমাস্টার’। চলচ্চিত্রের গল্প সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, ‘গল্পের শুরুতে দেখা যাবে পোস্টমাস্টার কলকাতা চলে যাওয়ার ঠিক চার বছর পর কলকাতা থেকে রতনের নামে একটি চিঠি আসে, যেখানে রতনকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন পোস্টমাস্টার, কিন্তু ততক্ষণে রতন বিয়ের পিঁড়িতে, এরপর রতন বিয়ে করেছিল নাকি কলকাতায় গিয়েছিল তা দেখা যাবেক এখানে।