মৎস্য আয়ে আসছে অতিরিক্ত কর

মাছ চাষ করে আয়ের মিথ্যা বর্ণনার মাধ্যমে অবৈধ অর্থ বৈধ করার প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে। করফাঁকি বন্ধ করতে আসছে বাজেটে মাছ চাষ থেকে আয়ের ওপর বেশি হারে কর আরোপ করতে চাচ্ছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাওয়া তথ্যানুসারে মাছ চাষে কর সুবিধার অপব্যবহার রোধে ৩০ লাখ টাকার বেশি আয়ে আগামী ২০২১-২২ অর্থবছর থেকে ১৫ শতাংশ হারে কর আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে মাছ চাষের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত আয়ে করমুক্ত সুবিধা রয়েছে। এর পরের ১০ লাখ টাকা আয়ের ওপর ৫ শতাংশ এবং তার বেশি আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর প্রযোজ্য রয়েছে। বাজেটের নতুন প্রস্তাবনায় প্রথম দুটি স্লাব অপরিবর্তিত রেখে তৃতীয় স্লাবে কর হার বৃদ্ধি করা হচ্ছে।

এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, বিভিন্ন সময় দেখেছি একটি কুচক্রী মহল মাছ চাষে করমুক্ত সুবিধা নিয়ে ফাঁকি দিয়ে আসছে। এক্ষেত্রে অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সুযোগটি কাজে লাগাতে ঢালাওভাবে মাছের খামারের মালিকানা দেখানো শুরু করে। গত বছরের বাজেটেও কিছুটা কর আরোপ হয়। আসছে বাজেটে এ বিষয়ে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে ক্ষুদ্র চাষিদের স্বার্থ বিবেচনা করে প্রথম দুটি স্লাবে কর সুবিধা অপরিবর্তিত রাখা হচ্ছে।

শুক্রবার, ২৮ মে ২০২১ , ১৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৫ শাওয়াল ১৪৪২

মৎস্য আয়ে আসছে অতিরিক্ত কর

অর্থনৈতিক বার্তা পরিবেশক

মাছ চাষ করে আয়ের মিথ্যা বর্ণনার মাধ্যমে অবৈধ অর্থ বৈধ করার প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে। করফাঁকি বন্ধ করতে আসছে বাজেটে মাছ চাষ থেকে আয়ের ওপর বেশি হারে কর আরোপ করতে চাচ্ছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাওয়া তথ্যানুসারে মাছ চাষে কর সুবিধার অপব্যবহার রোধে ৩০ লাখ টাকার বেশি আয়ে আগামী ২০২১-২২ অর্থবছর থেকে ১৫ শতাংশ হারে কর আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে মাছ চাষের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত আয়ে করমুক্ত সুবিধা রয়েছে। এর পরের ১০ লাখ টাকা আয়ের ওপর ৫ শতাংশ এবং তার বেশি আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর প্রযোজ্য রয়েছে। বাজেটের নতুন প্রস্তাবনায় প্রথম দুটি স্লাব অপরিবর্তিত রেখে তৃতীয় স্লাবে কর হার বৃদ্ধি করা হচ্ছে।

এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, বিভিন্ন সময় দেখেছি একটি কুচক্রী মহল মাছ চাষে করমুক্ত সুবিধা নিয়ে ফাঁকি দিয়ে আসছে। এক্ষেত্রে অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সুযোগটি কাজে লাগাতে ঢালাওভাবে মাছের খামারের মালিকানা দেখানো শুরু করে। গত বছরের বাজেটেও কিছুটা কর আরোপ হয়। আসছে বাজেটে এ বিষয়ে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে ক্ষুদ্র চাষিদের স্বার্থ বিবেচনা করে প্রথম দুটি স্লাবে কর সুবিধা অপরিবর্তিত রাখা হচ্ছে।