তিন বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ব্যাপক উত্থান হয়েছে শেয়ারবাজারে। এর মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ৩ বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে। আর টাকার পরিমাণে লেনদেন চার মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৫.৮১ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৫ জানুয়ারি গতকালকের থেকে বেশিতে ছিল ডিএসইএক্স সূচকটি। এ হিসেবে ২০১৮ সালের ১৬ জানুয়ারির মধ্যে সর্বোচ্চতে অবস্থান গতকালের সূচকটি।

গতকাল ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৪১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৫.০১ পয়েন্টে এবং ২ হাজার ১৮৯.৭৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালের লেনদেন চার মাস ১০ দিন বা ৮৭ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। ডিএসইতে এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি টাকার। ডিএসইতে গতকাল ৩৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৩টির বা ৪৪.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯.২৯ শতাংশের এবং বাকি ৫৮টির বা ১৫.৯৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭.৪০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ লাখ ৭২ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৫২ কোটি ৭৮ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। জেনারেশন নেক্সট ৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রভাতি ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আমান কটন ফাইবার্স, আমান ফিড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বীকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএসইচ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, হাক্কানি পাল্প, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লুব-রেফ বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নু সিরমিকস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজন্টে ফান্ড, এসকে টিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গতকাল ডিএসইর টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৩২৮ বারে ৮৫ লাখ ১৯ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল কোম্পানিটির দর ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড।

গতকাল ডিএসইর টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার ?মিলস লিমিটেড। গতকাল কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৬.৩ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯ বারে ৩ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল কোম্পানিটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.০৩ শতাংশ কমেছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩ টাকা বা ৫.৮৫ শতাংশ কমেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, লুব-রেফ বিডি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

শুক্রবার, ২৮ মে ২০২১ , ১৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৫ শাওয়াল ১৪৪২

তিন বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ব্যাপক উত্থান হয়েছে শেয়ারবাজারে। এর মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ৩ বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে। আর টাকার পরিমাণে লেনদেন চার মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৫.৮১ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৫ জানুয়ারি গতকালকের থেকে বেশিতে ছিল ডিএসইএক্স সূচকটি। এ হিসেবে ২০১৮ সালের ১৬ জানুয়ারির মধ্যে সর্বোচ্চতে অবস্থান গতকালের সূচকটি।

গতকাল ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৪১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৫.০১ পয়েন্টে এবং ২ হাজার ১৮৯.৭৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালের লেনদেন চার মাস ১০ দিন বা ৮৭ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। ডিএসইতে এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি টাকার। ডিএসইতে গতকাল ৩৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৩টির বা ৪৪.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯.২৯ শতাংশের এবং বাকি ৫৮টির বা ১৫.৯৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭.৪০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ লাখ ৭২ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৫২ কোটি ৭৮ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। জেনারেশন নেক্সট ৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রভাতি ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আমান কটন ফাইবার্স, আমান ফিড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বীকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএসইচ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, হাক্কানি পাল্প, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লুব-রেফ বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নু সিরমিকস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজন্টে ফান্ড, এসকে টিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গতকাল ডিএসইর টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৩২৮ বারে ৮৫ লাখ ১৯ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল কোম্পানিটির দর ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড।

গতকাল ডিএসইর টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার ?মিলস লিমিটেড। গতকাল কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৬.৩ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯ বারে ৩ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল কোম্পানিটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.০৩ শতাংশ কমেছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩ টাকা বা ৫.৮৫ শতাংশ কমেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, লুব-রেফ বিডি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।