আইডিবি ভবনে যাত্রা শুরু করেছে ডিজি-মার্ক সল্যুউশন

জেডকেটেকো বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর ডিজি-মার্ক সল্যুউশন আইডিবি ভবনে যাত্রা শুরু করেছে। গত ২৪ মে প্রতিষ্ঠানটির নতুন এই শাখা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব মনিরুল ইসলাম, ডিজি-মার্ক সল্যুউশনের সিইও মো. শাহরিয়ার আলম, জেডকেটেকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তরিকুল ইসলাম প্রমুখ। জেডকেটেকো ব্র্যান্ডের সকল পন্য এই শাখা থেকে পাওয়া যাবে।

২০০৬ সালে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম শুরু করে ডিজি-মার্ক সল্যুউশন। বর্তমানে প্রতিষ্ঠানটি জেডকেটেকো, হিকভিশন, ভাইয়ানস, অ্যাসপর, ডিএসপিপিএসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বাজারজাত করছে। টোটাল সিকিউরিটি সল্যুউশন, বিশেষ করে অ্যাকসেস কন্ট্রোল ও টাইম অ্যাটেন্ডেন্সসহ মোবাইল অ্যাকসেসরিজ এবং ডিজিটাল পিএ/ভিএ সিস্টেম নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ডিজি-মার্ক সল্যুউশনের সিইও মো. শাহরিয়ার আলম এ সময় জানান, নতুন এই অফিসসহ প্রতিষ্ঠানটির আরও ৭টি শাখা অফিস আছে ঢাকা ও চট্টগ্রামে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৮ মে ২০২১ , ১৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৫ শাওয়াল ১৪৪২

আইডিবি ভবনে যাত্রা শুরু করেছে ডিজি-মার্ক সল্যুউশন

image

জেডকেটেকো বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর ডিজি-মার্ক সল্যুউশন আইডিবি ভবনে যাত্রা শুরু করেছে। গত ২৪ মে প্রতিষ্ঠানটির নতুন এই শাখা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব মনিরুল ইসলাম, ডিজি-মার্ক সল্যুউশনের সিইও মো. শাহরিয়ার আলম, জেডকেটেকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তরিকুল ইসলাম প্রমুখ। জেডকেটেকো ব্র্যান্ডের সকল পন্য এই শাখা থেকে পাওয়া যাবে।

২০০৬ সালে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম শুরু করে ডিজি-মার্ক সল্যুউশন। বর্তমানে প্রতিষ্ঠানটি জেডকেটেকো, হিকভিশন, ভাইয়ানস, অ্যাসপর, ডিএসপিপিএসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বাজারজাত করছে। টোটাল সিকিউরিটি সল্যুউশন, বিশেষ করে অ্যাকসেস কন্ট্রোল ও টাইম অ্যাটেন্ডেন্সসহ মোবাইল অ্যাকসেসরিজ এবং ডিজিটাল পিএ/ভিএ সিস্টেম নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ডিজি-মার্ক সল্যুউশনের সিইও মো. শাহরিয়ার আলম এ সময় জানান, নতুন এই অফিসসহ প্রতিষ্ঠানটির আরও ৭টি শাখা অফিস আছে ঢাকা ও চট্টগ্রামে। সংবাদ বিজ্ঞপ্তি।