৭ আসামির জামিন স্থগিত

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় হাইকোর্টের দেয়া সাত আসামির জামিনাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ।

গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার জজের বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকি জামিনাদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামি ৩০ মে দিন ধার্য করেন।

জামিনাদেশ স্থগিত হওয়া আসামিরা হলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, গোলাম রসুল, অ্যাডভোকেট আবদুস সামাদ, জহিরুল ইসলাম, মীর গোলাম মোস্তফার ছেলে রাকীব, শাহাবুদ্দিন ও মো. মনিরুল ইসলাম।

শুক্রবার, ২৮ মে ২০২১ , ১৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৫ শাওয়াল ১৪৪২

শেখ হাসিনার গাড়িবহরে হামলা

৭ আসামির জামিন স্থগিত

প্রতিনিধি, সাতক্ষীরা

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় হাইকোর্টের দেয়া সাত আসামির জামিনাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ।

গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার জজের বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকি জামিনাদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামি ৩০ মে দিন ধার্য করেন।

জামিনাদেশ স্থগিত হওয়া আসামিরা হলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, গোলাম রসুল, অ্যাডভোকেট আবদুস সামাদ, জহিরুল ইসলাম, মীর গোলাম মোস্তফার ছেলে রাকীব, শাহাবুদ্দিন ও মো. মনিরুল ইসলাম।