তারাকান্দায় বঙ্গবন্ধু সামাজিক পার্ক নির্মাণের উদ্যোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাংসা নদীর তীরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পার্ক নির্মাণের ভূমি অধিগ্রহণ করার কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে পরিমাপ করে গত বৃহস্পতিবার সীমানা নির্ধারণ করা হয়েছে। পার্কটির নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে। বঙ্গবন্ধু সামাজিক কেন্দ্র দ্রুত সময়ে কাজটি বাস্তবায়ন করতে নকশা অনুযায়ী জমি পরিমাপ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, ময়মনসিংহ, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার, মিজাবে রহমত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাগণ এবং স্থানীয় এলাকার জনসাধারণ।

রবিবার, ৩০ মে ২০২১ , ১৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৭ শাওয়াল ১৪৪২

তারাকান্দায় বঙ্গবন্ধু সামাজিক পার্ক নির্মাণের উদ্যোগ

প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাংসা নদীর তীরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পার্ক নির্মাণের ভূমি অধিগ্রহণ করার কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে পরিমাপ করে গত বৃহস্পতিবার সীমানা নির্ধারণ করা হয়েছে। পার্কটির নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে। বঙ্গবন্ধু সামাজিক কেন্দ্র দ্রুত সময়ে কাজটি বাস্তবায়ন করতে নকশা অনুযায়ী জমি পরিমাপ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, ময়মনসিংহ, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার, মিজাবে রহমত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাগণ এবং স্থানীয় এলাকার জনসাধারণ।