শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হলে এবং ক্যাম্পাসকে মাদকমুক্ত ও নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে তা করতে বাধ্য করবে।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদলের শীর্ষ নেতারা এই দাবি জানান। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান অভিযোগ করে বলেন, গত বছরের মার্চ থেকে বাংলাদেশে করোনার সংক্রমণ শুরু হয়েছে। এরপরই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অনলাইন ও পরীক্ষার কথা বলা হলেও বাস্তবে তার বাস্তবায়নে কোন পদক্ষেপ দেখা যায়নি। করোনাকালে ছাত্রদলের ও বিরোধী মতের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্রদল সভাপতি বলেন, যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা হয়েছে, এতে দেশে বেকারত্বের হার বাড়বে। অনেকে হয়তো চাকরির বয়সসীমা হারিয়ে আজীবন বেকারত্বকে বরণ করে নেবেন। তাই অবিলম্বে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

রবিবার, ৩০ মে ২০২১ , ১৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৭ শাওয়াল ১৪৪২

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি

নিজস্ব বার্তা পরিবেশক

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হলে এবং ক্যাম্পাসকে মাদকমুক্ত ও নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে তা করতে বাধ্য করবে।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদলের শীর্ষ নেতারা এই দাবি জানান। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান অভিযোগ করে বলেন, গত বছরের মার্চ থেকে বাংলাদেশে করোনার সংক্রমণ শুরু হয়েছে। এরপরই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অনলাইন ও পরীক্ষার কথা বলা হলেও বাস্তবে তার বাস্তবায়নে কোন পদক্ষেপ দেখা যায়নি। করোনাকালে ছাত্রদলের ও বিরোধী মতের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্রদল সভাপতি বলেন, যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা হয়েছে, এতে দেশে বেকারত্বের হার বাড়বে। অনেকে হয়তো চাকরির বয়সসীমা হারিয়ে আজীবন বেকারত্বকে বরণ করে নেবেন। তাই অবিলম্বে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।