মেয়েকে কুপিয়ে হত্যা : সৎমা কারাগারে

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎমাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত খালেদা আক্তার (২৯) উপজেলার হরনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের স্ত্রী।

নিহত শাবনূর বেগম (১২) হরনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদর্শ বাজারের ব্যবসায়ী আবুল কাশেমের মেয়ে এবং স্থানীয় দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

গত শুক্রবার রাত ১০টায় হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অভিযুক্ত তার দ্বিতীয় পক্ষের স্ত্রী খালেদা আক্তারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি আবুল খায়ের বলেন, গত ২৫ মে দুপুর দেড়টার দিকে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুলিশ উপজেলার দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি ঝোপঝাড় থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে এবং একই সঙ্গে তার স্বামীর অভিযোগের ভিত্তিতে সৎমাকেও আটক করে পুলিশ। পরে বৈরী আবহওয়ার কারণে নৌ-চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রবিবার, ৩০ মে ২০২১ , ১৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৭ শাওয়াল ১৪৪২

মেয়েকে কুপিয়ে হত্যা : সৎমা কারাগারে

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎমাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত খালেদা আক্তার (২৯) উপজেলার হরনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের স্ত্রী।

নিহত শাবনূর বেগম (১২) হরনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদর্শ বাজারের ব্যবসায়ী আবুল কাশেমের মেয়ে এবং স্থানীয় দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

গত শুক্রবার রাত ১০টায় হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অভিযুক্ত তার দ্বিতীয় পক্ষের স্ত্রী খালেদা আক্তারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি আবুল খায়ের বলেন, গত ২৫ মে দুপুর দেড়টার দিকে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুলিশ উপজেলার দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি ঝোপঝাড় থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে এবং একই সঙ্গে তার স্বামীর অভিযোগের ভিত্তিতে সৎমাকেও আটক করে পুলিশ। পরে বৈরী আবহওয়ার কারণে নৌ-চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।