ছয় হাজারের মাইলফলক স্পর্শ করলো ডিএসইএক্স

ইতিহাস সৃষ্টি করলো দেশের শেয়ারবাজার। ধারাবাহিক উত্থানে তিন বছর পর দেশের সবচেয়ে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এছাড়াও এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮.৬৯ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৫.৮৮ পয়েন্টে এবং ২ হাজার ২০৮.২৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৪টির বা ৩৯.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৭.৮০ শতাংশের এবং বাকি ৪৬টির বা ১২.৬৪ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭৯.৩৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ৭১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ১২ লাখ ৩২ হাজার ৬৯৪টি শেয়ার ১২৪ বার হাত বদলের মাধ্যমে ৭১ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৯ কোটি ৮০ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ১২ লাখ ২২ হাজার টাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।

এছাড়া আমান কটনের ৯ লাখ ৩৬ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৪৫ লাখ ২০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৮০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ২০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার, বিকন ফার্মার ১০ লাখ ৮৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬১ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৮ লাখ টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৪৫ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৪৫ হাজার টাকার, ডিবিএইচের ১৮ লাখ ৩৯ হাজার টাকার, ডেল্টা স্পিনার্সের ৬৪ লাখ ৪১ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৫ লাখ ৫৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ ২০ হাজার টাকার, জেনেক্সের ২ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকার, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৪ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার, ইফাদ অটোসের ৯০ লাখ ৩২ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৫৬ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৬ লাখ ৫৪ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮ লাখ ৪৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬ লাখ ৬৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৩ লাখ ৫০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৯ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৮৯ লাখ ৪১ হাজার টাকার, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ৩০ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১৩ লাখ ২০ হাজার টাকার, ফানিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৬৫ হাজার টাকার, প্রাইম আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৩১ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকার, আরডি ফুডের ১ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ৫ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টির বা ৩৯.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায ৬৯.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডাচ-বাংলা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইফাদ অটোসের ৯.৯৪ শতাংশ, আফতাব অটোসের ৯.৮৮ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, যমুনা ব্যাংকের ৯.৮৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৫৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯.১৭ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির বা ৪৭.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা স্পিনার্সের। গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডেল্টা স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায ৯.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডেল্টা স্পিনার্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৮ শতাংশ, তাওফিকা ফুডের ৭.১৪ শতাংশ, আমান ফিডের ৬.৪৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৬.১০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৯৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৫.৮৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর ৫.৩৬ শতাংশ বেড়েছে।

সোমবার, ৩১ মে ২০২১ , ১৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৮ শাওয়াল ১৪৪২

শেয়ারবাজারে ধারাবাহিক উত্থান

ছয় হাজারের মাইলফলক স্পর্শ করলো ডিএসইএক্স

অর্থনৈতিক বার্তা পরিবেশক

ইতিহাস সৃষ্টি করলো দেশের শেয়ারবাজার। ধারাবাহিক উত্থানে তিন বছর পর দেশের সবচেয়ে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এছাড়াও এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮.৬৯ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৫.৮৮ পয়েন্টে এবং ২ হাজার ২০৮.২৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৪টির বা ৩৯.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৭.৮০ শতাংশের এবং বাকি ৪৬টির বা ১২.৬৪ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭৯.৩৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ৭১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ১২ লাখ ৩২ হাজার ৬৯৪টি শেয়ার ১২৪ বার হাত বদলের মাধ্যমে ৭১ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৯ কোটি ৮০ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ১২ লাখ ২২ হাজার টাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।

এছাড়া আমান কটনের ৯ লাখ ৩৬ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৪৫ লাখ ২০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৮০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ২০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার, বিকন ফার্মার ১০ লাখ ৮৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬১ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৮ লাখ টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৪৫ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৪৫ হাজার টাকার, ডিবিএইচের ১৮ লাখ ৩৯ হাজার টাকার, ডেল্টা স্পিনার্সের ৬৪ লাখ ৪১ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৫ লাখ ৫৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ ২০ হাজার টাকার, জেনেক্সের ২ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকার, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৪ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার, ইফাদ অটোসের ৯০ লাখ ৩২ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৫৬ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৬ লাখ ৫৪ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮ লাখ ৪৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬ লাখ ৬৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৩ লাখ ৫০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৯ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৮৯ লাখ ৪১ হাজার টাকার, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ৩০ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১৩ লাখ ২০ হাজার টাকার, ফানিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৬৫ হাজার টাকার, প্রাইম আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৩১ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকার, আরডি ফুডের ১ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ৫ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টির বা ৩৯.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায ৬৯.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডাচ-বাংলা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইফাদ অটোসের ৯.৯৪ শতাংশ, আফতাব অটোসের ৯.৮৮ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, যমুনা ব্যাংকের ৯.৮৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৫৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯.১৭ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির বা ৪৭.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা স্পিনার্সের। গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডেল্টা স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায ৯.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডেল্টা স্পিনার্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৮ শতাংশ, তাওফিকা ফুডের ৭.১৪ শতাংশ, আমান ফিডের ৬.৪৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৬.১০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৯৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৫.৮৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর ৫.৩৬ শতাংশ বেড়েছে।