সোনারগাঁয়ে আক্রান্ত ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনায় নতুন করে আরো ৬ জন আক্রান্ত হয়েছেন। ২৮ জনের পরীক্ষার মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে ৬ জন আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, উপজেলার ২৮ জনের নমুনা পরীক্ষা করতে দেয়া হলে তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ মিলিয়ে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে গত শনিবার অধিদপ্তর থেকে জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন পিরোজপুর, মোগরাপাড়া ও সনমান্দী ইউপির প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২১২ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১১৫১ জন।

সোমবার, ৩১ মে ২০২১ , ১৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৮ শাওয়াল ১৪৪২

সোনারগাঁয়ে আক্রান্ত ৬

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনায় নতুন করে আরো ৬ জন আক্রান্ত হয়েছেন। ২৮ জনের পরীক্ষার মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে ৬ জন আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, উপজেলার ২৮ জনের নমুনা পরীক্ষা করতে দেয়া হলে তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ মিলিয়ে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে গত শনিবার অধিদপ্তর থেকে জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন পিরোজপুর, মোগরাপাড়া ও সনমান্দী ইউপির প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২১২ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১১৫১ জন।