ফাইজারের টিকা আসা নিয়ে বিভ্রান্তি

আজ টিকা আসতে পারে

করোনা টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের টিকা আসা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রাতে ফাইজারের এক লাখ ৬ হাজার ২০০ ডোজ টিকা আসার কথা থাকলেও তিনবার সিদ্ধান্ত বদলের পর এবার নতুন সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রোববার নয়, সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকা দেশে আসবে। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

গতকাল কিছু সময়ের মধ্যে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তনকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিপ্তরের সমন্বয়হীনতা বলছেন সংশ্লিষ্টরা।

গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বলেন, রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু এখনও আমরা তার ফ্লাইট শিডিউল পাইনি। টিকা কবে আসবে এখন তা বলা এখন সম্ভব নয়।

এর কিছু সময় পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রোবেদ আমিন জানান, ফাইজারের টিকা আসছে নির্ধারিত সময়েই অর্থাৎ রোববার রাতেই। তিনি বলেন, ব্রিফিংয়ের আগ পর্যন্ত আমাকে জানানো হয়েছিল ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না। ব্রিফিং শেষে আবারও ফোনে জানানো হয়েছে, রাতেই টিকা আসছে।

তবে সন্ধ্যা নাগাদ তার এই বক্তব্যও টিকল না। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকা আসছে রোববার নয়, সোমবার রাতে। এভাবে একদিনে ফাইজারের টিকা আসা নিয়ে তিন ধরনের তথ্য প্রদান করে ভিভ্রান্তি সৃষ্টি করা হয়।

দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্লাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে। প্রাণঘাতী ও সংক্রামক ব্যধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবনরক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স। কোভ্যাক্স থেকে ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ। তারই প্রথম চালানে এক লাখ ৬ হাজার ২০০ ডোজ টিকা আসার কথা ছিল গতকাল।

সোমবার, ৩১ মে ২০২১ , ১৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৮ শাওয়াল ১৪৪২

ফাইজারের টিকা আসা নিয়ে বিভ্রান্তি

আজ টিকা আসতে পারে

নিজস্ব বার্তা পরিবেশক

করোনা টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের টিকা আসা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রাতে ফাইজারের এক লাখ ৬ হাজার ২০০ ডোজ টিকা আসার কথা থাকলেও তিনবার সিদ্ধান্ত বদলের পর এবার নতুন সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রোববার নয়, সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকা দেশে আসবে। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

গতকাল কিছু সময়ের মধ্যে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তনকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিপ্তরের সমন্বয়হীনতা বলছেন সংশ্লিষ্টরা।

গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বলেন, রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু এখনও আমরা তার ফ্লাইট শিডিউল পাইনি। টিকা কবে আসবে এখন তা বলা এখন সম্ভব নয়।

এর কিছু সময় পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রোবেদ আমিন জানান, ফাইজারের টিকা আসছে নির্ধারিত সময়েই অর্থাৎ রোববার রাতেই। তিনি বলেন, ব্রিফিংয়ের আগ পর্যন্ত আমাকে জানানো হয়েছিল ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না। ব্রিফিং শেষে আবারও ফোনে জানানো হয়েছে, রাতেই টিকা আসছে।

তবে সন্ধ্যা নাগাদ তার এই বক্তব্যও টিকল না। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকা আসছে রোববার নয়, সোমবার রাতে। এভাবে একদিনে ফাইজারের টিকা আসা নিয়ে তিন ধরনের তথ্য প্রদান করে ভিভ্রান্তি সৃষ্টি করা হয়।

দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্লাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে। প্রাণঘাতী ও সংক্রামক ব্যধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবনরক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স। কোভ্যাক্স থেকে ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ। তারই প্রথম চালানে এক লাখ ৬ হাজার ২০০ ডোজ টিকা আসার কথা ছিল গতকাল।